SSC Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডিকে সব রকম সহযোগিতা করার ইঙ্গিত পার্থের, চাপে তৃণমূল
বাংলার জনরব ডেস্ক : ইডি প্রথম থেকে বলে আসছিল শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করলেও প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহযোগিতা করছেন না। কিন্তু কাল সন্ধার পর থেকে ইডি জানিয়েছে পার্থ জানিয়েছেন তিনি তদন্তে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত।সময়মতো সমস্ত তথ্য তদন্তকারীদের সামনে আনার কথাও নাকি ইডি-র অফিসারদের বলেছেন তিনি। শুধু তা-ই নয়, ইডি সূত্রে দাবি, এ দিন পার্থকে স্কুলে নিয়োগে কার কার কাছ থেকে সুপারিশ পেয়েছিলেন প্রশ্ন করা হলে, মন্ত্রীর সংক্ষিপ্ত উত্তর ছিল, ‘‘সর্বস্তর থেকে সুপারিশ আসত।’’ যদিও তাঁরা কারা, তা এখনও খোলসা করেননি…
আরও পড়ুন