কলকাতা 

Firhad Hakim : রবিবার সাত সকালে ফিরহাদের বাড়িতে সিবিআই হানা, বাড়ির ভেতরে ঢুকতে বাধা ফিরহাদ কন্যা ও আইনজীবীকে

বাংলার জনরব ডেস্ক : রবিবার সকালে কলকাতার ঘুম তখনো ভাঙেনি , সাত সকালে  মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হন সিবিআইয়ের আধিকারিকরা । বাড়ির ভিতর ঢুকে তল্লাশি চালাচ্ছে তারা। বাইরে দাঁড়িয়ে বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানেরা। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফিরহাদের বাড়ির সামনে জমায়েত করেছেন তাঁর অনুগামীরা। বাড়ির বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অনেকে। উঠছে কেন্দ্রীয় সরকার-বিরোধী স্লোগান। তাঁদের অভিযোগ, রাজনৈতিক কারণেই এই সিবিআই হানা। ফিরহাদ বাড়িতেই আছেন। তাঁর নিরাপত্তারক্ষীরা ভিতরে ঢুকতে চাইলে সিআরপিএফ জওয়ানেরা বাধা দেন। কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।…

আরও পড়ুন
কলকাতা 

Leaps and Bounds ED : লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালাতে গিয়ে ইডি আধিকারিক সংস্থার কমপিউটারে বসে মেয়ের হস্টেলে খোঁজখবর, কলকাতা পুলিশকে জানাল ইডি, অফিসের কাজে গিয়ে কেন ব্যক্তিগত কাজ করলেন আধিকারিক! নেপথ্য রহস্য?

বাংলার জনরব ডেস্ক : তদন্ত করতে ‍গিয়ে নিজের ব্যক্তিগত কাজ অন্যের কমপিউটার থেকে করাটা যে একজন পাবলিক সার্ভেন্টের পক্ষে শোভনীয় তো নয়ই বরং এক প্রকার প্রতারণা বললে কম বলা হবে না । সরকারি কাজে গিয়ে এই ধরনের কাজ করার জন্য ওই আধিকারিকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে মেয়ের হস্টেলের খোঁজখবর নিতেই কমপিউটারে কাজ করা হচ্ছিল বলে সাফাই দেওয়া এক প্রকার অপরাধ । ইতিমধ্যেই আপনারা সকলেই অবগত আছেন যে লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালাতে গিয়ে  ১৬টি ফাইল ওই সংস্থার অফিসে ডাউনলোড হয়ে গেছে বলে অভিযোগ করেছিলেন ওই সংস্থার এক কর্মী।…

আরও পড়ুন