কলকাতা 

West Bengal SSC Scam : ‘‘যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁরা পদত্যাগ না করলে এ ব্যাপারে আদালতই ব্যবস্থা নেবে’’ : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : যারা অনিয়মের মাধ্যমে চাকরি পেয়েছেন তারা এখনো পদত্যাগ করেননি কেন ? কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আজ এই মামলার শুনানিতে জানতে চাইলেন।

আজ মঙ্গলবার এসএসসি সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি এই শিক্ষকদের নামের একটি তালিকা চেয়েছেন সিবিআইয়ের কাছে। একই সঙ্গে বলেছেন, ‘‘যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁরা পদত্যাগ না করলে এ ব্যাপারে আদালতই ব্যবস্থা নেবে।’’

Advertisement

সাদা খাতা জমা দিয়েও এসএসসি পরীক্ষায় বহু চাকরিপ্রার্থী শিক্ষকতার চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছিল। গত ৮ নভেম্বরর মধ্যে সেই সব শিক্ষককে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ মনে করিয়ে দিয়ে প্রশ্ন করেছেন, ‘‘সময় পেরিয়ে গেলেও ওই ‘অযোগ্য’ শিক্ষকেরা এখনও পদত্যাগ করেননি কেন?’’

বিচারপতি গঙ্গোপাধ্যায় কড়া সুরে জানিয়ে দিয়েছেন, ওই শিক্ষকেরা পদত্যাগ না করলে এ বার আদালত ব্যবস্থা নেবে। উল্লেখ্য, এসএসসি গ্ৰুপ-ডি, গ্ৰুপ-সি এবং নবম-দশম শ্রেণির নিয়োগ মামলাতে এই নির্দেশ দেয় আদালত।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ