দেশ 

Abhishek on Congress: বিরোধী ঐক্য নিয়ে কংগ্রেস দ্বিচারিতা করছে তৃণমূলের সাংসদীয় কমিটি-র বৈঠকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তৃণমূলের সাংসদীয় কমিটি-র বৈঠকে ফের কংগ্রেসকে আক্রমণ করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিরোধী ঐক্য প্রসঙ্গে কংগ্রেস দ্বিচারিতা করছে। পশ্চিমবঙ্গে তারা তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, আবার তৃণমূল যখন অন্য রাজ্যে যাচ্ছে কংগ্রেস তখন বিরোধী ঐক্য ভাঙার অভিযোগ তুলছে।

মঙ্গলবার সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লি গিয়েছেন অভিষক। রাজধানীতে প‌ৌঁছে তিনি প্রথমে তৃণমূল সাংসদদের ধরনা মঞ্চে যান। এর পর, সংসদে দলের লড়াইয়ের ক‌ৌশল কী হবে তা নিয়ে দলীয় সংসদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, বৈঠকে অভিষেক সাংসদের বলেন, ‘‘বাংলায় আমাদের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস। আমরা গ‌োয়ার মতো রাজ্যে গেলেই প্রশ্ন উঠছে বিরোধী ঐক্য নিয়ে।’’

Advertisement

ডায়মন্ডহারবারের সাংসদ আরও বলেন, ‘‘কংগ্রেসের চেয়ে আমাদের কৌশল ভিন্ন হতে হবে। এর পর আমরা ক‌োন রাজ্য যাব তা এখনই প্রকাশ্যে আনছি না। যে রাজ্যে ছাপ ফেলতে পারব সেখানে যাব।’’ বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে বার্তা দিয়ে দিয়ে তিনি বলেন, ‘‘বিজেপি-র বিরুদ্ধে প্রতিবাদ চলবে। জনগণের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।’’ এই বৈঠকে যে সাংসদরা উপস্থিত ছিলেন না তাদের ‘শো-কজ’ করা হয়েছে বলে সূত্রের খবর।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ