জেলা 

কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার উপস্থিতিতেই এবার উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার পক্ষে সওয়াল করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী জন বার্লা কিছু দিন আগে দাবি করেছিলেন উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য । সেই অবশ্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই দাবিকে সেভাবে আমল দেননি । তবে আজ শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়িতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে আলাদা রাজ্যের দাবিকে তিনি সমর্থন করেন । অবশ্য এই সভাতে উপস্থিত ছিলেন জন বার্লা স্বয়ং ।

শনিবার দিলীপ বলেন, ‘‘আজ যদি জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ আলাদা হতে চায় তার সমস্ত দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের।’’ একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, গত ৭৫ বছর ধরে দেশ স্বাধীন হওয়ার পর উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি। কেন এখানকার মানুষকে চিকিৎসা, শিক্ষা, চাকরি, স্বাস্থ্য ইত্যাদির জন্য বাইরে যেতে হবে। কেন হাসপাতাল, ভাল, স্কুল নেই? কেন কল কারখানা, জীবিকার ব্যবস্থা নেই? জঙ্গলমহলেও সেই অবস্থা। মা, বোনেরা শালপাতা, কেন্দুপাতা নিয়ে জীবিকা নির্বাহ করেন। কেন তাঁদের চাকরির জন্য রাঁচি, ওড়িশা, গুজরাতে যেতে হচ্ছে? এই দেশের স্বাধীনতা, উন্নয়নের লাভ পাওয়ার অধিকার নেই তাঁদের? তাই তাঁরা যদি এই দাবি তুলে থাকেন তা হলে সেটা নাজায়েজ নয়।’’

Advertisement

শনিবার বিজেপি-র উত্তরবঙ্গে বার্লার ‘শহিদ সম্মান যাত্রা’ কর্মসূচিতে যোগ দেন দিলীপ। ওই কর্মসূচিতে যোগ দিয়ে দিলীপ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘জন বার্লা এক জন জনপ্রতিনিধি। যাঁরা তাঁকে জিতিয়েছেন তাঁদের কথা শোনাটা তাঁর দায়িত্ব। তিনি তাই বলেছেন।’’ সেই সঙ্গে পাহাড়ে আলাদা রাজ্যের দাবি প্রসঙ্গে দিলীপ মমতার নাম না করেও খোঁচা দেন। বলেন, ‘‘উনি তো গোর্খাল্যান্ডের দাবিকে জিইয়ে রেখে জিটিএ-তে সই করেছিলেন। তখন প্রশ্ন ওঠেনি? যখন লোকের আওয়াজকে আমরা তুলে ধরেছি, তখন আমরা বিচ্ছিন্নতাবাদী হয়ে গেলাম?’’

দিলীপের বক্তব্যের কড়া সমালোচনা করে তৃণমূলের জেলা সম্পাদক রাজেশ কুমার সিংহ বলেন, ‘‘বিজেপি বরাবরই রাজ্য ভাগের চক্রান্ত করছে। কখনও জন বার্লা বলছেন। কখনও দিলীপ ঘোষ বলছেন। বিজেপি মুখে যাই বলুক, এতে দলেরও মদত রয়েছে। কিন্তু তৃণমূল রাজ্য ভাগ হতে দেবে না।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ