অন্যান্য 

আগামী কাল বাংলার জনরব -এর মুখোমুখি আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূলের নতুন সভাপতি বিধায়ক রমেন্দু সিংহ রায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : দায়িত্ব পাওয়ার পর আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় ‘আরামবাগ মহকুমার চারটি বিধানসভা এলাকায় তৃণমূলের বিজয় পতাকা উড়াব , এটা আমার প্রথম এবং প্রধান দায়িত্ব ’। আসলে ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় হঠাৎ আরামবাগ মহকুমায় থমকে গিয়েছিল । এই মহকুমার চারটি আসন গোঘাট, আরামবাগ,পুড়শুড়া ও খানাকুল সবগুলিই এখন গেরুয়া শিবিরের দখলে । চারটি আসনে বিজেপি জিতেছে । শুধুমাত্র গোঘাট বিধানসভা আসনে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে , এরপরে আরামবাগ বিধানসভা আসনেও লড়াই ভাল করেছিলেন তৃণমূল প্রার্থী ।

বাকী খানাকুল ও পুড়শুড়ায় তৃণমূল প্রার্থীরা ভাল ভোটের ব্যবধানে হেরেছে । বলা যেতে পারে পুড়শুড়া বিধানসভা কেন্দ্রটি হাতছাড়া হওয়ার সমূহ সম্ভাবনা ছিল । কারণ এখানকার তৃণমূল নেতৃত্বের মধ্যে একটা বড় অংশ নানা দূনীর্তি স্বজন পোষণে যুক্ত হয়ে পড়ে । তার প্রভাব ২০১৯-এর লোকসভা নির্বাচনে পড়েছিল । ফলে এই আসনটি যে হাতছাড়া হওয়ার সম্ভাবনা ছিল তা নিয়ে কোনো সন্দেহ ছিল না । অন্যদিকে খানাকুল বিধানসভায় হেরে যাওয়াটা তৃণমূলের কাছে বিরাট পরাজয় । আসলে আরামবাগের চারটি আসন হারার পেছনে রয়েছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব । একই সঙ্গে দূনীর্তি, মানুষের সঙ্গে জনসংযোগের অভাব । ফলে মানুষ তৃণমূলকে এই এলাকায় প্রত্যাখান করেছে ।

Advertisement

কীভাবে ঘুরে দাঁড়াবে তৃণমূল ? আরামবাগের মাটি রাজা রামমোহন রায়ে মাটি , বিদ্যাসাগরের মাটি , রামকৃষ্ণের মাটি সে মাটিতে গেরুয়া শিবির বাসা বেঁধেছে , সেই বাসা কী ভাঙতে পারবে তৃণমূল ? দলের দূনীর্তি গ্রস্থদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কী নিতে পারবেন নব নির্বাচিত তৃণমূল সভাপতি ? স্থানীয় নেতাদের বিরুদ্ধে যে ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মনে তা আমরা সরাসরি তুলে ধরব আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূলের সভাপতি রামেন্দু সিংহরায়ের কাছে । আগামী কাল রবিবার ঠিক রাত সাতটায় শুরু হবে এই লাইভ অনুষ্ঠান । আমাদের ইউটিউব চ্যানেলে ।

আগ্রহীরা কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের কাছে পাঠাতে পারেন , আমরা তা পৌছে দেব নেতৃত্বের কাছে । ভাল লাগলে আমাদের চ্যানেলকে সাবসস্ত্রাইব করতে ভুলবেন না । বাংলার জনরব মানুষের পাশে মানুষের সাথে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ