দেশ 

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লক্ষ্য করে এজলাসেই জুতো ছুঁড়লেন এক বয়স্ক! স্লোগান তুললেন, ‘সনাতনের অপমান ভারত সহ্য করবে না’ এরপর কী বললেন প্রধান বিচারপতি?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিদ্বেষ আমাদের দেশে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এখন দেশের প্রধান বিচারপতি ও নিরাপদ নন। পুজোর পর সোমবার সকালে সুপ্রিম কোর্টে নিয়মিত কাজ শুরু হলে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন এক বয়স্ক ব্যক্তি। যদিও বেঞ্চ অবধি পৌঁছায়নি জুতোটি। তবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। পরে প্রধান বিচারপতি বলেন, আদালত কক্ষের মধ্যে এই বিস্ময়কর ঘটনায় আমি বিচলিত নই। তাঁর কথায়, “এই ধরনের জিনিসে প্রভাবিত হওয়ার ক্ষেত্রে আমিই শেষ ব্যক্তি।”

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, দিনের প্রথম মামলা শুনতে সবে শুরু করেছিলেন প্রধান বিচারপতি। সেই সময় বয়স্ক ওই ব্যক্তি স্লোগান তুলতে শুরু করেন। তিনি বলতে থাকেন, “সনাতনের অপমান ভারত সহ্য করবে না।” এরপরই বেঞ্চ লক্ষ্য করে জুতো ছোড়েন তিনি। আদালত কক্ষে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত এগিয়ে এসে ওই ব্যক্তিকে হেফাজতে নেন। তবে, প্রধান বিচারপতিকে লক্ষ্য করে ছোড়া জুতো তাঁকে স্পর্শ করেনি।

Advertisement

জানা গেছে, জুতা ছোড়ার ঘটনায় জড়িত ব্যক্তির কাছে একটি প্রক্সিমিটি কার্ড ছিল যা সুপ্রিম কোর্টের আইনজীবী এবং কেরাণিদের দেওয়া হয়। প্রক্সিমিটি কার্ডে নাম রয়েছে, কিশোর রাকেশ। তবে, প্রধান বিচারপতিকে তিনি কেন টার্গেট করলেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। নিরাপত্তা এজেন্সি এনিয়ে  তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। এ ধরনের ঘটনার মধ্যেও শান্ত ছিলেন প্রধান বিচারপতি। আদালতে উপস্থিত থাকা এক আইনজীবী এমনই বলেছেন। প্রধান বিচারপতি বলেন, “এই ধরনের জিনিসে প্রভাবিত হওয়ার ক্ষেত্রে আমিই শেষ ব্যক্তি। দয়া করে, শুরু করুন (শুনানি)।”

এনিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লেখেন, “ওই আইনজীবীর নাম প্রকাশ করতে হবে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এটি ভারতের সুপ্রিম কোর্টের উপর একটি স্পষ্ট জাতিগত আক্রমণ বলে মনে হচ্ছে। সুপ্রিম কোর্টের সকল বিচারপতির এক যৌথ প্রেস বিবৃতির মাধ্যমে নিন্দা করা উচিত যে, আদালত আদর্শগত আক্রমণ সহ্য করবে না। আদালতের মর্যাদা রক্ষা করে, প্রধান বিচারপতি গাভাই কোনও দৃশ্যমান ব্যাঘাত ছাড়াই বিচারের কাজ চালিয়ে গেছেন।”

গত মে মাসে দেশের প্রধান বিচারপতি হন বিআর গাভাই। দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন ভূষণ রামকৃষ্ণ গাভাই।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ