জেলা 

শিশু শিক্ষায় মা ও শিক্ষকদের ভূমিকা অপরিসীম, উত্তরবঙ্গ প্রাথমিক শিক্ষা কর্মশালায় বললেন শিক্ষাবিদরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন : বেস এডুকেশনাল হাব ও অনুসন্ধান সোসাইটির উদ্যোগে দক্ষিণ দিনাজপুরের নাম করা শিক্ষা প্রতিষ্ঠান বেস আন নুর মডেল স্কুলের হরিপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হল উত্তরবঙ্গ প্রাথমিক শিক্ষা কর্মশালা। পড়াশোনা আকর্ষণীয় হবে কিভাবে এবং স্কুলের সুনাম বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা ছিল এই কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয়। কর্মশালায় অংশ নিয়েছিলেন দুই দিনাজপুর ও মালদা জেলার প্রায় ৭৫ টি প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা।

শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠানের শুভসূচনা হয়। বর্ষিয়ান শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে শিক্ষকদের জন্য কর্মশালাটি খুবই কার্যকর হয়ে ওঠে। অনুসন্ধান সোসাইটির উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে সম্পাদক বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল বলেন, গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষিত করে তুলে ছাত্র-ছাত্রীদের মান বৃদ্ধি করতে সহায়তা করা এবং এর মাধ্যমে স্কুলের সুনাম গড়ে তোলা। রাজ্যের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় নিয়ে এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে। শিক্ষকদের সঙ্গে অভিভাবকরাও অংশগ্রহণ করছেন এই কর্মশালাগুলিতে।

Advertisement

এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষা বিশেষজ্ঞ ডঃ দেবব্রত মজুমদার, শিক্ষা আধিকারিক আরফান আলী বিশ্বাস, বিশিষ্ট মনোবিদ সঞ্জিত সেনগুপ্ত, শিক্ষিকা অঞ্জনা মজুমদার, মৎস্য বিভাগের বিশিষ্ট আধিকারিক ও সাহিত্যিক অশোক সরকার, শিক্ষক ও সাংবাদিক নায়ীমুল হক, অনুসন্ধান সোসাইটির কার্যনির্বাহী সম্পাদক গৌরাঙ্গ সরখেল, পুরুলিয়া সৈনিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মহসিন আলী, বেস আন-নূর মডেল স্কুলের সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।

বিশিষ্ট বিদ্বজনেরা এদিন আলোচনা করেন ছাত্র-ছাত্রীর কাছে পড়াশোনা কখন আকর্ষণ হারায়, কেন তাদের স্কুল-ছুট হয় ও তার প্রতিকার, শিক্ষার ক্রম ও শিখনের ধারাবাহিকতা। এছাড়াও গুড পেরেনটিং বিষয়ে বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার কেমন হবে অনলাইনে পড়াশোনা ছাত্র-ছাত্রীদের জন্য মঙ্গলদায়ক কিনা ইত্যাদি বিষয়ে পিতা-মাতার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিশু শিক্ষায় বিশেষ করে মা ও শিক্ষকদের ভূমিকা অপরিসীম সে বিষয়েও নানা তথ্য তুলে ধরা হয়।

আলোচনার শেষ ভাগে, ‘ছাত্র-ছাত্রীদের হাতে মোবাইল : একদম নয়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন উপস্থিত অভিভাবক ও শিক্ষকেরা। এটি সুচারুরূপে পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক রাসনাউল আলম।এদিন অনুসন্ধান সোসাইটির পক্ষ থেকে বিশেষ পুরস্কার তুলে দেয়া হয় বেস আন-নূর মডেল স্কুল, বয়েজ সেকশনকে শ্রেষ্ঠ দেওয়াল-ম্যাগাজিন প্রস্তুত করার জন্য। এছাড়াও পাঁচ খুদে লেখককে বিশেষ সম্মাননা প্রদান করা হয় তাদের সুন্দর লেখনীর জন্য। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সোহেল ইকবাল। এদিনের কর্মশালায় উপস্থিত দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা খুবই সন্তুষ্ট, অনুসন্ধান সোসাইটি এবং বেস এডুকেশনাল হাব-এর এই প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের জন্য আয়োজনে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ