মধ্য কলকাতায় এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ,গ্রেফতার অভিযুক্ত
বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার সন্ধ্যায় মধ্য কলকাতার লেলিন সরণি এলাকায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করে পথচলতি এক যুবক বলে অভিযোগ। ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ (Kolkata Police)। অভিযুক্ত টিটাগড়ের বাসিন্দা বলে জানা গেছে। কী কারণে সে এমনটা করল, কোনও নেশা করে ছিল কিনা বা ওই তরুণীর সঙ্গে যুবকের পূর্বপরিচয় ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে তালতলায় (Taltala)। তরুণীর অভিযোগ, লেলিন সরণী এলাকা দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময়ই বুঝতে পারেন ওই যুবক তাঁর পিছু নিয়েছে। কিছুক্ষণ পরেই তাঁর ওপর কার্যত ‘হামলা’ করে সে। পুলিশে তরুণী জানিয়েছেন, ওই যুবক তাঁর গায়ে হাত দেন, জামা ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাঁকে ধর্ষণ করারও চেষ্টা করা হয়। ঘটনায় তাঁর হাতে চোটও লেগেছে বলে দাবি করেছেন তরুণী।
আরজি কাণ্ড নিয়ে এখনও জনতার মধ্যে ক্ষোভ কমেনি। তার মধ্যে রাজ্যে একাধিক খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে গেছে। কয়েক মাস আগে কলকাতারই ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়ে এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল। যা নিয়ে তোলপাড় হয়। এবার একেবারে সন্ধেবেলা শহরের প্রকাশ্য রাস্তায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শোরগোল। তরুণীর অভিযোগ, তাঁর পিছু নেওয়ার কারণ জিজ্ঞাসা করায় কার্যত হুমকি দিয়েছিল যুবক। বলেছিল, ‘যা করেছি, বেশ করেছি’। এরপরই তিনি চিৎকার করে লোক ডাকেন। ধরা পড়ে ওই অভিযুক্ত।
তরুণীর পরিবারের তরফ থেকে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের বক্তব্য, কলকাতার মতো শহরে যদি সন্ধেবেলা এমন ঘটনা ঘটে তার জন্য আতঙ্কিত হতেই হয়। রাজ্যে মহিলা নিরাপত্তা কোন জায়গায় গেছে, সে নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। অভিযোগকারিণীর কথায়, ‘আজ আমার সঙ্গে হয়েছে, কাল অন্য কারও সঙ্গে হতে পারে। মহিলা নিরাপত্তা নিয়ে অবশ্যভাবে আরও ভাবা উচিত। এবার থেকে তো রাস্তায় বেরতেই ভয় লাগবে।’