বড়ো হওয়ার স্বপ্ন ও মজার অংক নিয়ে বেস আন নূর মডেল স্কুলে আনন্দ-পাঠ
নিজস্ব সংবাদদাতা,১৯ মে, প্রাণসাগর: গণিত যখন ছাত্র-ছাত্রীদের কাছে ভীতির কারণ, তখন তা মজাদার হয়ে উঠতে পারে কী করে তা নিয়ে এক আনন্দ-পাঠের আসর বসেছিল দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান বেস আন নূর মডেল স্কুলে (বয়েজ ইউনিট)। এতে অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দ। আনন্দ পাঠের অন্তর্গত বিষয় ছিল একদিকে যেমন মজার গণিত অন্যদিকে তেমন বড় হওয়ার স্বপ্ন। এদিন আনন্দ পাঠের এই আসর পরিচালনায় ছিলেন বিশেষজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা, ছিলেন শিক্ষা প্রশাসকও। বড় হওয়ার স্বপ্ন দেখা নিয়ে নিজেদের জীবনের কথাও তাঁরা মজার ছলে তুলে ধরেন। ছাত্রদের সঙ্গে মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন এবং তাদের ক্যারিয়ারের দিক নির্দেশনাও প্রদান করেন।
ছোট থেকে বড় হওয়ার স্বপ্ন দেখা এবং তার পথ বাতলে দেন বিশিষ্ট শিক্ষা প্রশাসক ও লেখক আরফান আলী বিশ্বাস।
এদিন গণিত যে আসলেই মজার সে বিষয়টি ছিল আনন্দ পাঠের দ্বিতীয় বিষয়। আসর পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ দেবব্রত মজুমদার এবং প্রাঞ্জল ও মিষ্টভাষী শিক্ষিকা অঞ্জনা মজুমদার। তারা অত্যন্ত ভালোবেসে ছাত্রছাত্রীদের মনের কাছাকাছি পৌঁছে যান এবং গণিত বিজ্ঞান ইত্যাদি মজার কি করে হয়ে উঠতে পারে তা বর্ণনা করেন। ছোট ছোট বিষয় ছোটবেলা থেকে যদি নজর দেয়া হয় তাহলে বড় হয়ে তা কঠিন আকার ধারণ করে না, এরকম বিষয়গুলিও তিনি সুন্দরভাবে তুলে ধরেন। ছাত্রছাত্রীরা খুবই খুশি হন এদিনের এই আনন্দ পাঠের আসরে অংশ নিয়ে।
ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও ছিলেন এদিনের এই সুন্দর আয়োজনে। তাঁরাও প্রত্যেকে খুশি, তাঁরাও জানালেন, এই আসর তাঁদেরকে সমৃদ্ধ করেছে এবং পড়ানোর আকর্ষণীয় কৌশল কেমন হওয়া উচিত, তা তাঁরা অনেকটাই অনুধাবন করতে পেরেছেন এবং উদ্বুদ্ধ হয়েছেন। বয়েজ সেকশনের প্রধান শিক্ষক ফাইজুর রহমান জানিয়েছেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং তাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে সহায়ক ভূমিকা রাখে। বেস আন-নূর মডেল স্কুলের সম্পাদক খাদেমুল ইসলাম জানিয়েছেন আগামী দিনে এ ধরনের আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে ছাত্ররা বাস্তবজ্ঞান ও নেতৃত্বের দক্ষতা অর্জন করতে পারে।