কলকাতা 

TMC: মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নারী নির্যাতনের একটি ঘটনাও লজ্জার : সৌগত রায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সাম্প্রতিককালে পরপর মহিলা নির্যাতন ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের দমদমের সাংসদ সৌগত রায়।আজ বৃহস্পতিবার তিনি জানান, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেখানে নারী নির্যাতনের একটি ঘটনা ঘটলেও তা লজ্জার। দক্ষিণেশ্বরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট একটি কর্মসূচিতে স্থানীয় সাংসদ সৌগত রায় বলেন, ‘‘সকলেই চিন্তিত মহিলাদের উপর অত্যাচারের ঘটনায়। এ খানে একদম জিরো টলারেন্স করতে হবে। কোনওরকম কোনও ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।’’ এ বিষয়ে পুলিশকে নজর দেওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘আমি আশা করব পুলিশ-প্রশাসন এ দিরকে নজর রাখবে।’’

দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোণী, বোলপুর, হাঁসখালি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষিতে সৌগতের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আয়োজিত দক্ষিণেশ্বরের ওই কর্মসূচিতে সৌগতের পাশাপাশি হাজির ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রও।

Advertisement

এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ‘‘সৌগত বাবু ভাল মানুষ। সঠিক কথা বলেছেন। তবে যতটা দৃঢ় ভাবে বলা প্রয়োজন ছিল তা পারেননি। কারণ ক্ষমতায় রয়েছে তাঁরই দল।’’ সেই সঙ্গে অধীরের মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী মহিলা না পুরুষ, এ ক্ষেত্রে তা বিচার্য নয়।’’

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘‘সৌগতবাবু যাঁকে ‘মহিলা মুখ্যমন্ত্রী’ বলেছেন, এ রাজ্যের পুলিশমন্ত্রীও তো তিনিই। পুলিশকে নির্দেশটা তা হলে কে দেবেন?’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ