প্রয়াত সঙ্গীতদা / নায়ীমূল হক
নায়ীমুল হক : চলে গেলেন সকলের মায়া কাটিয়ে আমাদের প্রিয় বন্ধু সংগীত হালদার। প্যানক্রিয়াটিসের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন একমাস আগে অ্যাপোলোতে। সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি হয়, দিন দশেক ধরে খুব কষ্ট পাচ্ছিলেন। প্রায় কাউকে চিনতে পারছিলেন না। তারপর ……এই সংবাদ।
জেলা থেকে রাজ্যের প্রান্তে, এমনকি রাজ্যের বাইরেও বিভিন্ন প্রান্তরে, যেখানে ছাত্র-ছাত্রীদের জন্য বলা হতো, দৌড়ে চলে যেতেন তিনি।
একবার তাঁর সংস্পর্শে এসেছেন অথচ মনে দাগ কাটতে পারেননি, এরকম খুব কম জন পাওয়া যাবে। প্রাণবন্ত এই মানুষটির অভাবে আমরা আজ বাক্যহারা….
হাজার হাজার ছাত্র-ছাত্রী আজ প্রকৃত অর্থে হল অভিভাবকহারা