জেলা 

তপন কান্দু খুনে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে জেরা করছে সিবিআই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ঝালদার জয়ী কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে এ বার জেরার জন্য ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে তলব করল সিবিআই। বৃহস্পতিবার দুপুরে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে জেরা করতে শুরু করেছেন  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তপন-হত্যার পর থেকে ঝালদার আইসি-র একাধিক অডিয়ো ভাইরাল হয়। এর পরই ওই ঘটনার সঙ্গে আইসির নাম জড়িয়ে যায়।

বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ বন দফতরের গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে পৌঁছন সঞ্জীব। তার পর থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নিহত তপনের স্ত্রী পূর্ণিমা প্রথম থেকেই ঝালদার আইসি-র ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলে আসছেন। সে কারণেই সঞ্জীবকে তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

বুধবার সিবিআইয়ের আধিকারিকরা তপন-হত্যায় জড়িত থাকার অভিযোগে সত্যবান প্রামাণিক নামে এক হোটেল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ওই দিনই তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। তাঁকে চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

শোনা যাচ্ছে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে গ্রেফতার করতে পারে সিবিআই।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ