আগ্নেয়াস্ত্র উদ্ধারের পরে সন্দেশখালিতে গেল এনএসজি!
বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালিতে হানা দিয়ে আজ সকালে এক বাড়ি থেকে প্রচুর অস্ত্র বোমা উদ্ধার করেছে সিবিআই বলে জানা গেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র থেকে জানা যাচ্ছে শাজাহান শেখের এক ঘনিষ্ঠ আত্মীয়র বাড়ি থেকে এগুলো উদ্ধার হয়েছে।
শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ার মল্লিকপুরে শাহজাহান-ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগিনীপতির বাড়িতে তল্লাশি অভিযানে যান তদন্তকারীরা। মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটার ভিতরে মাছের ভেড়িবেষ্টিত বাড়িটি। সেখানে যাওয়ার একটিই সরু ইট পাতা রাস্তা রয়েছে। সেই রাস্তা আটকে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই সূত্রে খবর, বাড়িটি থেকে প্রচুর অস্ত্র-বোমা উদ্ধার হয়েছে। দাবি, গোপন সূত্রে অস্ত্র-বোমা মজুতের খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হয়। সেই বাড়ির মাটি খুঁড়েই প্রচুর বিদেশি বন্দুক মিলেছে বলে দাবি। তদন্তকারীদের অনুমান, বাড়িতে প্রয়োজনীয় নথিপত্রও মিলতে পারে। সিবিআই আধিকারিকেরা এখনও বাড়ির ভিতরেই রয়েছেন বলে খবর।
কলকাতা হাই কোর্টের নির্দেশে সন্দেশখালি ঘটনার তদন্তভার সিবিআই নেওয়ার পর বেশ কয়েক বার সেখানে এসেছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। গত শনিবারও সন্দেশখালিতে এসেছিল সিবিআইয়ের দু’টি দল। একটি দল গিয়েছিল থানায়। এরপর আরো বিস্ফোরক আছে এই সন্দেহে ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।