কলকাতা 

চাকরি হারাদের বিক্ষোভে উত্তাল সল্টলেক!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতার এসএসসি ভবনের সামনে চাকরি হারাদের বিক্ষোভ। হঠাৎ এই বিক্ষোভকে ঘিরে উত্তাল হয়ে পড়েছে সল্টলেক চত্বর। ঘটনাস্থলে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী কিন্তু বামপন্থী যুব সংগঠনের ডাকে এই বিক্ষোভ কর্মসূচিতে কার্যত পুলিশ প্রশাসন অসহায় হয়ে পড়েছে বলে জানা গেছে। যোগ্য প্রার্থীদের যথাযত মর্যাদা দিতে হবে এবং অবিলম্বে তাদেরকে চাকরিতে বহাল করতে হবে এই দাবিতে মূলত আজকের এই অভিযান।

বাম যুব সংগঠনের নেতৃত্বে শনিবার এসএসসি ভবনের ডাক দেওয়া হয়েছিল। সেই অভিযানে শামিল হয়েছিলেন চাকরিহারাদের একাংশ। বাম যুব সংগঠনের তরফে বলা হয়েছিল তারা স্কুল সার্ভিস কমিশনকে একটি ডেপুটেশন দেবে। সেই মোতাবেক মিছিল করে চাকরিহারারা এসএসসি ভবনের সামনে পৌঁছলেই পুলিশ আটকে দেয়। এসএফআই, ডিওয়াইএফআই-সহ বাম যুব সংগঠনের নেতৃত্বরা ছিলেন শনিবারের মিছিলে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ