Murder: লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ভোট দিয়েছিল, ঈদুল আযহায় বাড়ি আসতেই খুন হয়ে গেল বাবলু শেখ?
বাংলার জনরব ডেস্ক : তৃণমূল ছেড়ে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য পিটিয়ে খুন করা হলো মুর্শিদাবাদের বাবলু শেখকে। জানা গেছে গত লোকসভা নির্বাচনে এই এলাকায় তৃণমূলের কিছু সমর্থক কংগ্রেসকে ভোট দিয়েছিল। তারপর থেকেই তৃণমূলের কর্মীরা ওই সকল বাড়িতে হামলা চালায় এরপর ওখান থেকে তারা পালিয়ে যায় ঈদুল আযহা উপলক্ষে বাড়ি এসেছিলেন বাবলু শেখ। তাকে চায়ের দোকানে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতের ভাইপো জামিরুল শেখের দাবি, গত লোকসভা নির্বাচনে পাতলাটোলায় একশোটি ভোট কংগ্রেসের দিকে পড়েছিল। তখন থেকেই বেশ কিছু পরিবার তৃণমূলের অত্যাচারে গ্রাম ছাড়া হয়েছিল। যারা গ্রামছাড়া হয় তাঁরা সবাই…
আরও পড়ুন