Murder: নানুরে ৭৫ টাকার জন্য পিটিয়ে খুন করা হল এক কৃষককে, চার অভিযুক্ত গ্রেফতার
বাংলার জনরব ডেস্ক : মাত্র ৭৫ টাকার জন্য এক কৃষককে ইট দিয়ে থেঁতলে খুন করা হলো। বীরভূমের নানুরের এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ সূত্রের খবর, নানুরের হারমুড় গ্রামে বাসিন্দা নিহত শেখ শাহনওয়াজ (৬৪) ট্রাক্টরের বরাত নিয়ে মাঠের চাষের কাজ করতেন। স্থানীয় নূর শেখ এবং শাহজহান শেখের ধানজমিতে চাষের কাজ করেছিলেন তিনি । তার জন্য পাওনা হয়েছিল ৬৭৫ টাকা হয়েছিল।
অভিযোগ, নূর এবং শাহজহানকে ট্রাক্টরের চাষ করার জন্য ৬০০ টাকা দেন। কিন্তু ৭৫ টাকা কম দেওয়ায় শাহনওয়াজের সঙ্গে বচসা হয় নূর ও শাহজহানের। এরপর গতকাল শুক্রবার রাত্রি ৮ টা নাগাদ অভিযুক্ত দুই জমি মালিক এবং তাঁদের কয়েক জন বন্ধু ইট, বাঁশ দিয়ে মারধর করেন শাহনওয়াজকে। গুরুতর জখম হন তিনি।
শুক্রবার রাতে গুরুতর আহত অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতাল আনার পথেই মৃত্যু হয় শাহনওয়াজের।বীরভূম জেলা পুলিশ সূত্রের খবর, অভিযোগের প্রেক্ষিতে শাহজহান, নূর-সহ চার জনকে গ্রেফতার করেছে নানুর থানা।