দেশ 

Rahul Gandhi : “শিক্ষার পথে হিজাবকে বাধা হতে দিয়ে আমরা ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি, মা সরস্বতী সকলকে জ্ঞান দান করেন, তিনি বিভেদ করেন না”: রাহুল গান্ধী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: হিজাব পরা নিয়ে কয়েক মাস ধরে দক্ষিণের কর্ণাটক রাজ্যে বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্ক শেষ পর্যন্ত কর্ণাটক হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছে। হাইকোর্ট কি রায় যাই সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের জনতা। এবার হিসাব বিতর্কে সরাসরি মুসলিম মেয়েদের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

আজ সরস্বতী পুজোর দিন রাহুল গান্ধী টুইট করে দেশবাসীকে বলেছেন,”শিক্ষার পথে হিজাবকে বাধা হতে দিয়ে আমরা ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি। মা সরস্বতী সকলকে জ্ঞান দান করেন। তিনি বিভেদ করেন না।” যদিও বিজেপি পাল্টা তো দেখেছে রাহুলের বিরুদ্ধে।কর্ণাটক বিজেপির টুইটে বলা হয়, “শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িকতা, এভাবে রাহুল গান্ধী প্রমাণ করলেন যে তিনি ভারতের ভবিষ্যতের জন্য বিপজ্জনক।” কর্ণাটক বিজেপির তরফে আরও বলা হয়, “শিক্ষার জন্য হিজাব যদি এতই গুরুত্বপূর্ণ, তবে রাহুল কেন কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে তা পরা আবশ্যক করছেন না।”

Advertisement

শুক্রবার কর্ণাটকের সমুদ্র উপকূলবর্তী শহর কুন্দাপুরের ভান্ডারকরস আর্টস অ্যান্ড সায়েন্স কলেজে বিক্ষোভ দেখান প্রায় ৪০ জন মুসলিম ছাত্রী। তারপরেও কলেজ কর্তৃপক্ষ তাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনমতি দেয়নি। সরস্বতী পুজোর সকালে এই বিষয়েই কর্ণাটকের বিজেপি সরকারকে তোপ দাগেন রাহুল গান্ধী।

উল্লেখ্য, মুসলিম ছাত্রীদের ক্লাসরুমে হিজাব পরা নিয়ে কলেজ কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিয়েছে রাজ্য সরকারও। কিছু কলেজ হিজাব পরে কলেজ ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিয়েছে বটে, তবে ছাত্রীরা ওই পোশাক পরে ক্লাস করতে পারবেন কিনা, সেই বিষয়ে স্পষ্ট করা হয়নি। এদিকে মুসলিম ছাত্রীদের দাবি, তাঁদের হিজাব পরেই ক্লাস করার অনুমতি দিতে হবে।সব মিলিয়ে উত্তপ্ত দক্ষিণের রাজ্যটি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ