দেশ 

Rahul Gandhi : “শিক্ষার পথে হিজাবকে বাধা হতে দিয়ে আমরা ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি, মা সরস্বতী সকলকে জ্ঞান দান করেন, তিনি বিভেদ করেন না”: রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক: হিজাব পরা নিয়ে কয়েক মাস ধরে দক্ষিণের কর্ণাটক রাজ্যে বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্ক শেষ পর্যন্ত কর্ণাটক হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছে। হাইকোর্ট কি রায় যাই সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের জনতা। এবার হিসাব বিতর্কে সরাসরি মুসলিম মেয়েদের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ সরস্বতী পুজোর দিন রাহুল গান্ধী টুইট করে দেশবাসীকে বলেছেন,”শিক্ষার পথে হিজাবকে বাধা হতে দিয়ে আমরা ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি। মা সরস্বতী সকলকে জ্ঞান দান করেন। তিনি বিভেদ করেন না।” যদিও বিজেপি পাল্টা তো দেখেছে রাহুলের বিরুদ্ধে।কর্ণাটক বিজেপির টুইটে বলা হয়, “শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িকতা, এভাবে রাহুল…

আরও পড়ুন