অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে শীর্ষ আদালতে প্রশ্নের মুখে, অস্বস্তিতে ইডি! লোকসভা ভোটের মুখেই কেন গ্রেফতার? জানতে চাইলেন বিচারপতি
বাংলার জনরব ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হলো কেন্দ্রীয় এজেন্সি ইডিকে। দেশের শীর্ষ আদালতের বিচারপতির একের পর এক প্রশ্নের মুখে অসহায় হয়ে পড়ে ইডির আইনজীবী। শীর্ষ আদালতের প্রশ্ন ঠিক লোকসভা ভোট শুরু হওয়ার আগেই কেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি ?
গতকাল মঙ্গলবার ৩০ শে এপ্রিল কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানি ছিল শীর্ষ আদালতে। সেই শুনানি চলাকালীন সময়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট করে কেন্দ্রীয় এজেন্সির কাছে জানতে চান লোকসভা ভোটের আগেই কেন কেজরিওয়ালকে গ্রেফতার করা হলো।
গত ২১ মার্চ আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হন আপ সুপ্রিমো। তার পর ইডি (ED) হেফাজত থেকে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। সেখান থেকেই গ্রেফতারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী। যদিও এখনও জেলমুক্ত হননি কেজরিওয়াল। এদিন সেই মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্না গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, নির্দিষ্ট বিচারপ্রক্রিয়া ছাড়াই কি ফৌজদারি প্রক্রিয়া চালানো যায়, ব্যাখ্যা করতে হবে ইডিকে।
তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। এই মামলায় এখনও পর্যন্ত কোনও অতিরিক্ত তথ্যপ্রমাণ যোগ করতে পারেনি কেন্দ্রীয় তদন্ত সংস্থা। যদি তা হয়ে থাকে, তবে দেখানো হোক কেজরিওয়াল কীভাবে জড়িত এই দুর্নীতির সঙ্গে। সুপ্রিম কোর্ট আরও উল্লেখ করেছে, দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার ক্ষেত্র তদন্তকারীরা দাবি করেছে যে তারা তথ্যপ্রমাণ খুঁজে পেয়েছে। কিন্তু কেজরিওয়ালের ক্ষেত্রে এখনও পর্যন্ত কিছুই বলা হয়নি তদন্তকারীদের তরফে। সব মিলিয়ে সুপ্রিম প্রশ্নে অস্বস্তিতে পড়েছে ইডি।