জেলা 

“আস্ সাদিক এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট”এর উদ্যোগে শিক্ষা বিষয়ক আলোচনা সভা ধনিয়াখালিতে

শেয়ার করুন

সেখ আবদুল আজিম :   “আস্ সাদিক এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট”এর উদ্যোগে 10/10/2021 রবিবার হুগলি জেলার ধনিয়াখালি সাহেব হাটতলাতে এক কর্মী সভা আয়োজিত হল। সমস্ত বক্তাদের বক্তৃতায় ফুটে উঠেছে যে, বর্তমান COVID-19 এর জন্য অনলাইন ক্লাস হচ্ছে। যেসমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস করতে পারছে না ফোনের অভাবে, তাদের আর্থিক/পুস্তক দিয়ে সহযোগিতা করা।COVID-19 এর থেকে দেশকে দ্রুত মুক্ত করার সচেতনতা শিবির। যা ট্রাস্ট প্রতি গ্রামে করোনা ভাইরাস এর বিধি প্রচার করে চলেছে।

বক্তারা আরো বলেন, প্রশাসনের কাঁধে কাঁধ মিলিয়ে স্বাস্থ্যসচেতনতার এবং সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন আলিয়া ইউনিভার্সিটির ছাত্র নেতা আব্বাস উদ্দিন সরদার, ট্রাস্টের মুখপাত্র আবু আফজাল জিন্না, দাদপুর থানার ম্যারেজ রেজিস্ট্রার শেখ সামসুল আরেফিন, ট্রাস্টের সম্পাদক রফিকুল, ভাইস প্রেসিডেন্ট রবিউল পুরকাইত, এছাড়া সৈয়দ মুরতাজা, আলিমুল প্রমূখ।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ