জেলা 

পুজো উপলক্ষে গড়চুমুক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ায় খুশি সাধারন মানুষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এম, এ, মনু, উলুবেড়িয়া : বহু প্রতিক্ষার পর মহাষষ্টির দিন জন সাধারণের জন্য আংশিক ভাবে খুলে দেওয়া হল, গড়চুমুক পর্যটন কেন্দ্র।

করোনা বিধি নিয়মের গেরোয় গত বছর আক্টোবর মাস পযর্ন্ত বন্ধ থাকার পর পরবর্তী সময় চলতি বছরে এপ্রিল মাস থেকে বন্ধ থাকে। জেলা পরিষদের উদ্যোগে পূজার সময় খুলে দেওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মনে খুশির আমেজ।

Advertisement

মুলত হুগলী নদীর শাখা দামোদর নদীর উপর সুইলিস গেট, লোকমুখে ৫৮গেট নামে প্রচার পেয়েছে, বনাঞ্চল ঘেরা নদী বেষ্টিত শান্ত পরিবেশে গড়ে ওঠে পর্যটন কেন্দ্র। হাওড়ার উলুবেড়িয়া থেকে ২৫ কিলোমিটার দূরে, পর্যটন কেন্দ্রটি ভ্রমণ বিলাসিদের কাছে জনপ্রিয় হয়ে ওঠায় ছোট খাটো ব্যবসা গড়ে ওঠে।

পুজার সমায় খুলে দেওয়ায়, ভীড় জমবে বেচাকেনা হবে বলে আশাবাদী, তবে মৃগদাভী বা ডিয়ার পার্ক জন সাধারণের প্রবেশ আপাতত বন্ধই থাকছে বলেই জানিয়েছেন জেলা পরিষদের সহ আধিকারিক,


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ