জেলা 

চুঁচুড়া-হালিশহরের পর এবার অশোকনগরে টর্নেডো , ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সাইক্লোন ইয়াস এখন শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই দূর্যোগ বাংলার বিভিন্ন প্রান্তে চলছে , এরই মধ্যে আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১৫মিনিট নাগাদ আচমকাই কালো হয়ে যায় গোটা আকাশ। বইতে থাকে ঝোড়ো হাওয়া। টর্নেডোর  সাক্ষী উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভার ২২ নম্বর ওয়ার্ড এবং গুমার একাংশ।  নিমেষের মধ্যে প্রায় ২০-৩০টি বাড়ির টিনের চাল হাওয়ায় উড়ে যায়। বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।

এর আগে গত সোমবার চুঁচুড়া এবং হালিশহরেও টর্নেডো হয়।  বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রাণহানিও হয় দু’জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই টর্নেডোয় কাঁপল উত্তর ২৪ পরগনার অশোকনগর। ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এলাকার বিধায়ক নারায়ণ গোস্বামী।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ