জেলা 

ফেরিঘাটের লিজের টাকা মুকুব করা হলে কর্মীদের বেতন দিতে পারব:সেখ জাহির আব্বাস

শেয়ার করুন

সুরজীৎ আদক,উলুবেড়িয়া:আগামীকাল সকাল ৬টা থেকে ৩০ মে পর্যন্ত সমস্ত রাজ্যে সমপূণ্ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দোপাধ্যায়ের তৃতীয় বারের সরকার। সরকারি বেসরকারি সমস্ত অফিস বন্ধ। চালু থাকবে সমস্ত জরুরি পরিষেবা এমনকি বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি পরিষেবা আমাদের প্রতিনিধি সুরজীৎ আদক পৌঁছে গিয়েছিলেন উলুবেড়িয়ার ফেরি ঘাটে। সেখানে গিয়ে তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন।  পাশাপাশি কথাও বললেন উলুবেড়িয়া লঞ্চ ঘাট কর্ণধার সেখ জাহির আব্বাসের(আজাদ)সঙ্গেে।

তিনি জানান আমার ৫টা ঘাটে ৩০০জন কর্মচারী আছে। আমি খুবই চিন্তায় আছি এদের কীভাবে বেতন দেবো,আমার অনুরোধ সরকারের কাছে গতবারের লকডাউনে ফেরিঘাটের লিজের টাকা ৪মাস মুকুব করা হয়েছিল। এইবারেরও লকডাউনেও যদি লিজের টাকা মুকুব করা হয়।

Advertisement

তাহলে আমি কর্মী ছাঁটাই না করে স্টাফদের অন্তত অর্ধেক বেতন দিতে পারবো।লকডাউনের পক্ষে তাঁর যুক্তি এই লকডাউনের সিদ্ধান্ত ১হাজার শতাংশ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দোপাধ্যায়ের সরকার!


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ