জীবিকার খোঁজখবর 

কাল থেকে মাদ্রাসার কাউন্সিলিং শুরু , স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের কাউন্সিলিং কী জুলাইয়ে?

শেয়ার করুন
  • 77
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ  পাঁচ বছর পর অবশেষে মাদ্রাসাগুলি শিক্ষক পেতে চলেছে । মাদ্রাসায় এবার ২৫৭০পদে শিক্ষক নিয়োগ হবে বলে  মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে । কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ জানিয়েছেন, কাল থেকে অর্থাৎ মঙ্গলবার মাদ্রাসার শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া  কাউন্সিলিং শুরু হবে। উল্লেখ্য ১৭ই মে  সুপ্রিম কোর্ট এক অন্তর্বর্তীকালীন রায়ে বলেছে, ইছুক মাদ্রাসাগুলি শিক্ষক চাইলে সুপারিশ করতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন। তবে এই মামলার চূড়ান্ত রায়ের ওপর শিক্ষকদের চাকরির নিরাপত্তা নির্ভর করছে। শেষ পর্যন্ত মাদ্রাসাগুলি শিক্ষক পেতে চলেছে এটাই বড়ো কথা।
এদিকে, গত মার্চ মাসে স্কুল সার্ভিস কমিশন একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের চুড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর এখনও কাউন্সিলিং না হওয়ায় ক্ষোভে ফুঁসছে হবু শিক্ষকরা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এই ক্ষোভের আঁচ পরিলক্ষিত হবে। গত ২২ জুন হবু শিক্ষকরা ময়ূখ ভবন থেকে বিশাল মিছিল শুরু করে স্কুল সার্ভিস কমিশনের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। এই মিছিলের দাবি ছিল  শিক্ষক নিয়োগে দ্রুত কাউন্সিলিং শুরু করতে হবে। অন্যদিকে জানা গেছে আগামী ২৭শে জুন বুধবার আর একটি মিছিল সংঘটিত করবে হবু শিক্ষকরা। স্কুল সার্ভিসের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং শুরু না হওয়ায় ক্ষোভ ক্রমশ পুঞ্জিভূত হচ্ছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।
এদিকে বিশেষ সূত্রে জানা গেছে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর  শিক্ষক নিয়োগের কাউন্সিলিং দ্রুত করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। জুলাই মাসের মধ্যে যাতে এই কাউন্সিলিং শুরু করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা চলছে। মনে করা হচ্ছে,যদি জুলাইয়ে কাউন্সিলিং শুরু হয় তাহলে পুজোর আগেই একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পাবে স্কুলগুলি। একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগ হওয়ার পরই নবম , দশমে শিক্ষক নিয়োগ শুরু হবে আর তা শেষ হলেই টেট পাশ হবু শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে বিশেষ সূত্রে জানা গেছে।


শেয়ার করুন
  • 77
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven − 2 =