কলকাতা জীবিকার খোঁজখবর 

প্রাইমারি টেট : কিভাবে প্রস্তুত নিলে সফল হবেন?/১

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম: আগামী ১৪ ই অক্টোবর থেকে প্রাইমারি টেট পরীক্ষার জন্য ফরম ফিলাপ শুরু হবে। এর আগের দিন আমরা বলেছিলাম কিভাবে ফরম ফিলাপ করবেন এবং ফরম ফিলাপ করার সময় কি কি জিনিস হাতের কাছে রাখবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আগের লেখাতে। আগ্রহীরা বাংলার জনরবের ওয়েবসাইটে গিয়ে বিষয়টি সার্চ করে নিতে পারেন।

আজকের আলোচনার বিষয়ে বলবো, প্রতিযোগিতা তীব্র থেকে তীব্রতর হবে। মনে রাখতে হবে বেশ কয়েক বছর ধরে পরীক্ষা নেওয়া হয়নি। চাকরির পরীক্ষা হয়নি, শিক্ষকতার পরীক্ষা হয়নি। ২০২১ সালের জানুয়ারি মাসে যে পরীক্ষা হয়েছিল তা আসলে ২০১৭ সালে টেট পরীক্ষার জন্য ফরম ফিলাপ হয়, সেই পরীক্ষা হয়েছিল গত বছর। অর্থাৎ ফরম ফিলাপ করে নতুন কোন পরীক্ষা প্রায় সময়ের বিচারে পাঁচ বছর পর হতে যাচ্ছে। সুতরাং এই পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা লক্ষ লক্ষ হবে এ নিয়ে কোন সন্দেহ নেই। আর পরীক্ষা খুব বেশি দেরি নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষণা মত আগামী ১১ ডিসেম্বর এই পরীক্ষা হবে। সুতরাং অনেক বেশি প্রস্তুতি নিতে হবে। তাই আর অযথা সময় নষ্ট না করে এখন থেকে এই প্রস্তুতি নেয়া প্রয়োজন।

Advertisement

যারা বিএড কিংবা ডি এড করেছেন তাদের কাছে এই সংক্রান্ত প্রশ্নাবলী খুব একটা কঠিন হবে না। তাই আমার একান্ত অনুরোধ আপনারা বিএড বা বিএড এর সিলেবাসের শিশু মনস্তত্রের বিষয়টি মনোযোগ দিয়ে পড়বেন। একই সঙ্গে লেসন প্ল্যান কিভাবে করতে হয় সেই বিষয়টিও একটু ঝালিয়ে নেবেন। এরপর রয়েছে বাংলা ইংরেজি বিষয়। যাদের মাতৃভাষা বাংলা এবং যারা বাংলাকে প্রথম ভাষা হিসেবে চয়েস করেছেন তাদেরকে বলব বাংলা ব্যাকরণ টা খুব ভালো করে পড়তে হবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল স্তরে যে ব্যাকরণ বই রয়েছে তা ভালো করে অধ্যায়ন করলেই আশা করি বাংলা থেকে যে প্রশ্ন আসবে তার সব উত্তর দেয়া সম্ভব হবে।

ইংরেজি ভাষাতেও আমাদের পরামর্শ হলো গ্রামার বিষয়ে গ্রামার পার্টটাকে খুব ভালো করে পড়তে হবে। কারণ এই গ্রামার থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসবে এবং প্রশ্নগুলো হবে সবই mcq টাইপের তাতে সমস্যা হওয়ার কথা নয়।

আজ আমরা সিলেবাসের বিষয়টি নিয়ে আলোচনা করলাম আগামী রবিবার প্রাইমারি টেটের সিলেবাসের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। একই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলেও এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের পাশে বাংলার জনরব সব সময় থাকবে এই প্রতিশ্রুতি আমরা দিলাম।

(এই সিলেবাস টা হল ২০১৭ সালে টেট পরীক্ষার জন্য যে ফরম ফিলাপ হয়েছিল সেই সময়ের সিলেবাস। মনে করা হচ্ছে এটাকেই অনুসরণ করবে বর্তমান প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর মধ্যে কোন পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই এই সিলেবাসটা ফলো করলে এবং ভালোভাবে আত্মস্থ করতে পারলে সাফল্য নিশ্চিত পাবেন বলে আমাদের বিশ্বাস)

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ