জেলা 

মনোনয়নপত্র বাতিল প্রাক্তন আইপিএস ও বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রাক্তন আইপিএস অফিসার এবং বীরভূম লোকসভা কেন্দ্রের ঘোষিত বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের মনোনয়নপত্র আজ শুক্রবার বাতিল হয়ে গেছে।জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে ‘নো ডিউজ়’ সার্টিফিকেট না দেওয়ায় বাতিল হল প্রাক্তন আইপিএস দেবাশিসের মনোনয়ন।তাঁর প্রার্থিপদ বাতিল হওয়া প্রসঙ্গে দেবাশিস জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন তিনি। ঘটনাচক্রে, গত মঙ্গলবার বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন দেবাশিসকে। সভা থেকে মমতা বলেছিলেন যে, তাঁর সরকার এখনও ‘ক্লিয়ারেন্স’ (ছাড়পত্র) দেয়নি দেবাশিসকে।

বীরভূম আসনে গত মঙ্গলবারই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিজেপির ঘোষিত প্রার্থী দেবাশিস ধর। তার পর থেকে টানা প্রচারও করছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সাঁইথিয়ার পুনুর গ্রামে ঢোল বাজিয়ে প্রচারে মেতেছিলেন দেবাশিস। ঠিক সেই সময়েই বীরভূম আসনে পদ্ম প্রতীকেই মনোনয়নপত্র জমা দেন দলীয় আর এক নেতা দেবতনু ভট্টাচার্য। তাঁর মনোনয়ন গৃহীত হয়েছে।

Advertisement

দেবাশিসকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি কি এর পর প্রচারে যাবেন? তখন তিনি বলেন, “আমি কি দলের বাইরে নাকি?” এর মধ্যে তিনি কি রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন? এই প্রশ্নের উত্তরে দেবাশিস বলেন, “সময়ই সব কিছু বলবে।”

বৃহস্পতিবার দুপুরে সিউড়িতে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন দেবতনু। পরে বাইরে বেরিয়ে এসে তিনি জানান, দলই তাঁকে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেপি সূত্রে দাবি করা হয়েছিল, দেবাশিসের প্রার্থিপদ নিয়ে কিছু সমস্যা রয়েছে। মূলত নথিপত্র সংক্রান্ত সমস্যা। সেই কারণেই বিকল্প হিসাবে দেবতনুর নাম ভাবা হয়েছে।

২০২১ সালের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন দেবতনু। আগে তিনি হিন্দু সংহতি নামে একটি হিন্দুত্ববাদী সংগঠনের অন্যতম প্রথম সারির নেতা ছিলেন পরে তিনি বিজেপিতে যোগ দেন। গত বিধানসভা নির্বাচনে আমতা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভাগ্যক্রমে এবারও তিনি বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হওয়ার সুযোগ পেয়ে গেলেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধরে মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ