কলকাতা 

২ মে মাধ্যমিক পরীক্ষার ফল,উচ্চমাধ্যমিক কবে ?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : এক সপ্তাহের মধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আগামী ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে  ৮ মে ।

এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয়েছিল ১২ফেব্রুয়ারি। পাশাপাশি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে। উভয় ক্ষেত্রেই নিয়ম হল, পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করা। মাধ্যমিকের ক্ষেত্রে সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী ১২ মে। হিসাব অনুযায়ী, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার জন্য ২৯ মে পর্যন্ত সময় ছিল। ৯০ দিনের আগেই দু’টি পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে।

Advertisement

পরীক্ষা গ্রহণের পর থেকে খাতা দেখা, নম্বর আপলোড প্রভৃতি বিভিন্ন প্রক্রিয়ায় এ বছর পরিবর্তন এসেছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই মানুষের শ্রম কমিয়ে যন্ত্রের ভূমিকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। ওই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। চলবে ১৮ মার্চ পর্যন্ত।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ