জেলা 

“যুবপ্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করেছে তৃণমূল,২৬ হাজার পরিবারের রুজিরুটি শেষ করে দিয়েছে” : নরেন্দ্র মোদি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  কলকাতা হাইকোর্টের রায়ে ২৫৭৫৩ জনের চাকরি বাতিল নিয়ে এবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শুক্রবার মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন,“যুবপ্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করেছে তৃণমূল। ২৬ হাজার পরিবারের রুজিরুটি শেষ করে দিয়েছে।”

মোদির কথায়, “একদল চাকরি পেতে ধার করে তৃণমূলকে টাকা দিয়েছে। আজ পরিবারগুলোর ভবিষ্যৎ অন্ধকারে।” তবে শুধু চাকরি দুর্নীতি নয়। আরও একাধিক দুর্নীতির ইস্যুতে এদিন রাজ্য সরকার তথা তৃণমূলকে দুষেছেন মোদি।

Advertisement

প্রসঙ্গত, নিয়োগ দু্র্নীতি নিয়ে গত কয়েকবছর ধরে সরগরম রাজ্য-রাজনীতি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি সপ্তাহে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। বেতন ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে। যার ফলে কার্যত অন্ধকারে সকলে। ঘটনাচক্রে যোগ্যরাও শাস্তির কোপে পড়েছেন। যা নিয়ে চর্চা চলছে সর্বত্র। বাংলায় এসে গোটা ঘটনার দায় তৃণমূলের কাঁধেই চাপালেন মোদি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ