কলকাতা 

পঞ্চায়েত নির্বাচনের সাফল্য দিলীপ -মুকুলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, লোকসভার টার্গেট বেড়ে হল ২৬

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : পঞ্চায়েত নির্বাচনের সাফল্যে উৎসাহিত হয়ে বিজেপির ২০১৯-র  টার্গেট বেড়েই চলেছে। কল্পনার একটা সীমা থাকে , কিন্তু বিজেপি র নেতারা অসীমের মধ্যে সীমারেখা খোঁজার চেষ্টা করছেন। কয়েক সপ্তাহ আগেও বিজেপি নেতারা দাবি করছিলেন ২২টা লোকসভা আসন তাঁরা পাবেন,যদি ঠিকঠাক ভোট হয়। যে দল রাজ্যের সব বুথে এজেন্ট দিতে পারবে না বলেই মনে হয় সেই দল যদি ২২টা লোকসভার আসন জেতার স্বপ্ন দেখে, এটা আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছুই নয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা যাচ্ছে, আগামী বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ  কলকাতায় আসছেন। তিনি ওই দিন ২০১৯-র লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে দলীয় নেতাদের সঙ্গে  বৈঠক করবেন। জানা গেছে, ওইদিন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অমিত শাহকে যে রিপোর্ট দিতে চলেছে তাতে বলা হয়েছে, সব কিছু ঠিকঠাক চললে বিজেপি রাজ্য থেকে ২৬টি লোকসভার আসনে জিততে পারে। এই আসন গুলি হল আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, বোলপুর, আসানসোল, শ্রীরামপুর, বাঁকুড়া, হাওড়া, কৃষ্ণনগর, বনগাঁ, বারাসাত, ব্যারাকপুর, দমদম, কলকাতা উত্তর, দক্ষিণ, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া।
উল্লেখ্য ২০১৪ সালে রাজ্য থেকে মাত্র দুটি আসনে জিতে ছিল বিজেপি। তা কোন যাদু মন্ত্রে ২৬ গিয়ে দাঁড়াবে তার ব্যাখ্যা বিজেপি নেতারা দেননি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,পুরুলিয়া , ঝাড়গ্রাম বাদ দিয়ে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কিছুই করতে পারেনি। রাজ্যে ৭৭হাজার বুথের প্রায় অর্ধেক বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই বিজেপির। এই পরিস্থিতিতে বিজেপির ২৬টি লোকসভার আসন পাওয়ার স্বপ্ন দেখা কি বাস্তব?


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight + nineteen =