জীবিকার খোঁজখবর 

গ্রন্থাগারে কর্মী সংকট মেটাতে তৎপর রাজ্য সরকার শীঘ্রই নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ

শেয়ার করুন
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : রাজ্যের গ্রন্থাগারগুলি কর্মীর অভাবে বন্ধ হয়ে যেতে বসেছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছিল। সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের গ্রন্থাগারগুলির কর্মী সংখ্যা বাড়াতে । ইতিমধ্যে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর ছাড়পত্র পাওয়া গেছে বলে বিশেষ সূত্রে জানা গেছে । রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরি গত সোমবার উত্তরদিনাজপুরে সফরে গিয়ে তিন জেলার গ্রন্থাগারিক,জেলা শাসক ও সভাধিপতিদের সঙ্গে বৈঠক করেন । তিনি বৈঠকের পর বলেন, রাজ্যের গ্রন্থাগারগুলিতে ৩২০০ কর্মী নিয়োগ করা হবে। সরকার পরিচালিত ও সরকার সাহায্যপ্রাপ্ত মোট গ্রন্থাগারের সংখ্যা ২৪৮০টি। এর মধ্যে ৩০০ টি গ্রন্থাগারের অবস্থা খুবই করুণ । গ্রন্থাগারগুলিকে আরও ভালভাবে সক্রিয় করার জন্য কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি জানিয়েছেন। তবে তিনি জানিয়েছেন,দ্রুত সমস্যার সমাধানের লক্ষে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে।

সোমবারের বৈঠকে গ্রন্থাগারগুলি কর্মীর অভাবে যে সংকটে পড়েছে তা কার্যত স্বীকার করে নেন মন্ত্রী। তিনি বলেন,কর্মীর অভাবে কারনে অনেক লাইব্রেরী বন্ধ হয়ে পড়ে আছে ।  এই সংকট মেটানোর লক্ষে দ্রুত চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য গ্রন্থাগার দপ্তর চেষ্টা করছে। এই সংক্রান্ত প্রয়োজনীয় ফাইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,অর্থ মন্ত্রী অমিত মিত্র ও শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে পাঠানো হয়েছে । সেখান থেকে সবুজ সংকেত আসলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। কর্মী নিয়োগের পাশাপাশি গ্রন্থাগারগুলিতে পাঠক সংখ্যা বৃদ্ধির লক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে দপ্তর। একই সঙ্গে রাজ্যের বেশ কয়েকটি লাইব্রেরিকে আধুনিক গ্রন্থাগারের মর্যাদা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

শেয়ার করুন
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × one =