কলকাতা 

Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনা নাম ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ না করলে টাকা নয়, নবান্নকে চিঠি দিয়ে জানিয়ে দিলো কেন্দ্র

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টে রাজ্য সরকার গুলি নিজেদের মতো বিভিন্ন প্রকল্পের নাম রাখা নিয়মে পরিণত হয়েছে। বিষয়টি সূত্রপাত বাম আমল থেকেই। সেই সময় এই রাজ্যের সাধারণ মানুষকে ভুল বোঝার লক্ষ্যে অনেক প্রকল্প  রাজ্য সরকার নিজেদের মতো করে বাজারে প্রচার করত।

তবে একথা অস্বীকার করার উপায় নেই বামফ্রন্ট সরকারের আমলে এসবই ছিল কিছুটা রাখঢাক রেখে। মমতা সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রের সমস্ত প্রকল্পের নাম পাল্টে গেছে। যেমন যে প্রকল্পের আগের নাম ছিল ইন্দিরা আবাসন যোজনা পরবর্তীকালে নরেন্দ্র মোদির আমলের সেই প্রকল্পের নাম হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা আর বাংলায় এর নাম হয় বাংলা আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পাল্টে বাংলা আবাস যোজনা করা হয়েছে এই অভিযোগ বিজেপি বেশ কয়েক মাস ধরে তুলে আসছিল এবার বিজেপির সেই অভিযোগকে কার্যত মান্যতা দিল কেন্দ্র সরকার।কেন্দ্রের তরফে রাজ্যকে জানানো হয়েছে, আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে কেন্দ্র এই প্রকল্পে আর টাকা দেবে না। সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষে এই মর্মে নবান্নকে চিঠি পাঠানো হয়েছে বলেও কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে।

Advertisement

২০১৬-১৭ আর্থিক বছর থেকে রাজ্যে চালু হয় বাংলা আবাস যোজনা প্রকল্প। মূলত বাড়ি না থাকলে বা মাটির বাড়ি থাকলেই প্রকল্পটির সুবিধা পান উপভোক্তরা। কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, নামবদল নিয়ে ২০১৭ সালের ৩১ অগস্ট চিঠি দেওয়া হয় রাজ্যকে। এর পরে ২০২২ সালের ১২ মে আরও একটি চিঠি দেওয়া হয়েছে। তার পরেও রাজ্যের থেকে সদুত্তর না পেয়েই এ বার টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্র। একই সঙ্গে কেন্দ্রের নতুন প্রকল্প ‘আবাস প্লাস’ বাবদও বাংলাকে কোনও টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বছরে আবাস যোজনার টার্গেট এখনও কেন্দ্রের তরফে জানানো হয়নি। কেন্দ্র নবান্নকে যে চিঠি পাঠিয়েছে, তাতে রাজ্য বাংলার বদলে প্রধানমন্ত্রীর নাম ওই যোজনায় যুক্ত না করা পর্যন্ত নতুন টার্গেট দেওয়া হবে না বলেও উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, সম্প্রতিই তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করে। সেখানে আবাস যোজনা বাবদ কেন রাজ্যের টাকা আটকে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এর পরেই গিরিরাজের মন্ত্রক চিঠি পাঠাল নবান্নকে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, চিঠিতে এটাও বলা হয়েছে যে, কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালানোর যে নিয়মাবলী রয়েছে, নামবদল তারও পরিপন্থী। রাজ্যে আবাস যোজনার নামে ‘প্রধানমন্ত্রী’ বদলে ‘বাংলা’ করায় নিয়মভঙ্গ হয়েছে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।

কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প বাবদ রাজ্যের প্রাপ্য যে সময় মতো মেটাচ্ছে না, তা নিয়ে সম্প্রতি সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একশো দিনের কাজের টাকা না পাওয়া নিয়ে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। গত ৩০ মে মমতা বলেন, ‘‘পাঁচ মাস এই টাকা বন্ধ রেখে নোংরা রাজনৈতিক খেলা খেলছে কেন্দ্রীয় সরকার। এটা আমাদের প্রাপ্য।’’ দলের কর্মীদের নির্দেশ দিয়ে মমতা বলেন, ‘‘কেন মানুষ একশো দিনের কাজের টাকা পাচ্ছেন না? ‘বিজেপি জবাব দাও, প্রধানমন্ত্রী জবাব দাও’, এই স্লোগানে গ্রাম ও শহরে এই আন্দোলন হবে।’’

কেন্দ্র কেন এই প্রকল্পের টাকা দিচ্ছে না তার জবাব দিতে গিয়ে আবার অন্য অভিযোগ তুলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সম্প্রতি কলকাতা সফরে এসে নড্ডা বলেছিলেন, ‘‘তিন বছর ধরে কেন্দ্রকে এই প্রকল্পের হিসাব পাঠায়নি রাজ্য। মমতা দিদি কি হিসাব দিতে ভুলে গিয়েছেন?’’ সঙ্গে নড্ডার সংযোজন ছিল, ‘‘যে কোনও প্রকল্পের টাকা পেতে গেলে সময়ে হিসাব দিতে হয়। কেন্দ্র যদি হিসাব না পেয়ে টাকা পাঠায় তবে সেটা ভুল হবে। সেই ভুল করবে না কেন্দ্রীয় সরকার।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ