কলকাতা 

স্কুল খুলেই পরীক্ষা, সারা বছরের পাঠ পরিকল্পনা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, স্বস্তির ছাপ শিক্ষা মহলে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

গৌরাঙ্গ সরখেলের প্রতিবেদন :একদিকে গরমে প্রবল অস্বস্তি, আর এক দিকে রাজ্যের স্কুলগুলোকে দশদিনের গরমের ছুটি বাড়িয়ে দিয়ে সেই অস্বস্তির মাত্রা বাড়িয়ে দিয়েছিল আরও একধাপ। অবশ্য গরমের দাবদাহ কিছুটা কমতেই শুক্রবার কলকাতার চার্চ অফ নর্থ ইন্ডিয়ার অধীনে থাকা গোটা 15 স্কুল আগামী সোমবার খোলার সিদ্ধান্ত নিয়েছে। আর এরই মাঝে স্বস্তির আবহ ফিরে এসেছে মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণায়। স্কুল খোলার পর পরই নেওয়া হবে প্রথম সামেটিভের পরীক্ষা, এছাড়াও সারা বছরের পাঠ সূচি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ।

গত 16 জুন থেকে নতুন করে ছুটি বাড়িয়ে দেওয়ার ঘোষণার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে উদ্বেগ ফুটে ওঠে। সদ্য খোলা বিদ্যালয়গুলিতে পঠন-পাঠন কী হবে এবং ছুটির আগে ঘোষিত পরীক্ষাসূচিরই কী হবে, তা নিয়ে। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের এই ঘোষণা শিক্ষা মহলে বেশ স্বস্তির ছাপ ফেলেছে। ছাত্র-ছাত্রীরাও প্রস্তুত হতে শুরু করেছে, কারণ স্কুল খুলেই তাদের পরীক্ষা।

Advertisement

মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম সামেটিভ পরীক্ষা শেষ করতে হবে আগামী 6 জুলাই এর মধ্যে এবং তার সাথে সাথেই দ্বিতীয় ও তৃতীয় সামেটিভ পরীক্ষার সূচি প্রকাশ করেছে। দ্বিতীয় সামেটিভ পরীক্ষা 29 আগস্ট থেকে 8 সেপ্টেম্বরের মধ্যে। দ্বিতীয় সামেটিভ পরীক্ষা বা ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ফাইনাল পরীক্ষা 25 নভেম্বর থেকে 7 ডিসেম্বর এর মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে রাজ্যের সমস্ত বিদ্যালয় গুলিকে ।আগামী বছর যে সকল ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে সূচি অনুযায়ী 17 ই নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে।

মধ্যশিক্ষা পর্ষদ ছাত্র-ছাত্রীদের কথা ভেবেই বিদ্যালয় খোলার পূর্বে এই সুচি প্রকাশ, যার ফলে বিব্রত, উদ্বিগ্ন ছাত্র-ছাত্রীরা অনেকটাই চিন্তামুক্ত হয়েছে এবং পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে । এর ফলে ছাত্র-ছাত্রীরা আবার সেই পুরনো ধারায় পড়াশোনার মধ্যে ফিরে আসবে এবং রাজ্যের বিদ্যালয়গুলি আবার সেই আগের জায়গায় নিয়মিত পড়াশোনায় মধ্য দিয়ে ফিরে আসবে বলে মনে করছেন শিক্ষকেরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ