দেশ 

অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমীন জনপ্রতিনিধি আইনের ১২৩ ধারাকে লংঘন করছে এই অভিযোগে নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের , আগামী সপ্তাহে শুনানী

শেয়ার করুন
  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আসাদউদ্দিন ওয়াইসির রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমীনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করা হয়েছে । মামলার বয়ানে বলা হয়েছে, ধ্র্মনিরপেক্ষ রাষ্ট্রে কোন ধর্মীয় রাজনৈতিক দলের অস্তিত্ব থাকতে পারে না। এটা জনপ্রতিনিধি আইনের ১২৩ ধারাকে লংঘন করছে বলে আবেদনে বলা হয়েছে।

অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমীন বা এআইএমআইএম দলের প্রধান হলেন আসাদুদ্দিন ওয়াইসি। যিনি হায়দরাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ। এই দলের অপর গুরুত্বপূর্ণ নেতার নাম হলেন তাঁর ভাই আকবরুদ্দিন ওয়াইসি।

Advertisement

তাঁরা এআইএমআইএম দলকে মুসলিম প্রধান নয়, মুসলিমদের দল বলেই বারবার দাবি করে এসেছেন। একটি বিশেষ ধর্মের নামেই ভোট চাইতে দেখা গিয়েছে এই দলের নেতাদের। এমনই অভিযোগ করা হয়েছে এআইএমআইএম নেতৃত্বের বিরুদ্ধে।

জনপ্রতিনিধি আইনের ১২৩ ধারায় কোন স্বীকৃত রাজনৈতিক দল ধর্মের নামে ভোট চাইতে পারবে না । জানা গেছে , এই সপ্তাহে দায়ের করা এই মামলার শুনানি হবে আগামী সপ্তাহে। গত ৫ অগস্ট গুরুগ্রাম এলাকায় একটি ঘটনা ঘিরে বিতর্কিত মন্তব্য করেছিলেন আসাদুদ্দিন। যার ভিত্তিতে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে মামলা দায়ের হয়। সেপ্টেম্বর মাসের এক তারিখে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমীনের নেতা আসাদউদ্দিন ওয়াইসির ।

 


শেয়ার করুন
  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × four =