কলকাতা 

২০২১-এ আমাদের ছাড়া কেউ সরকার গড়তে পারবে না : ইমতিয়াজ আহমেদ মোল্লা

শেয়ার করুন
  • 50
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ২০২১ সালে আমাদেরকে বাদ দিয়ে কেউ সরকার গড়তে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে মুসলিম সেজে মুসলিমদের কাছ থেকে ভোট আদায় করেছে এখন আবার তিনি হিন্দু সাজছেন । আমরা রাজ্যে এমন মুখ্যমন্ত্রী চাই যিনি হিন্দু বা মুসলিমকে নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই একজন মানবিক ধর্মে দীক্ষিত ব্যক্তিকে । রবিবার কলকাতার মৌলালী যুব কেন্দ্রে দলিত-মুসলিমদের রাজনৈতিক কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টির নেতা জনাব ইমতিয়াজ আহমেদ মোল্লা এই মন্তব্য করেন।

তিনি বলেন, হতাশার কোন জায়গায় নেই । এখন সমগ্র দেশজুড়ে যে পরিস্থিতি দেখা দিয়েছে তাতে দলিত-মুসলিমরা ঐক্যবদ্ধ হলে জয় অনিবার্য । কংগ্রেস এদেশে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। তাদের আমলে সবচেয়ে বেশি দাঙ্গা হয়েছে । আর বামেরা ৩৪ বছর ধরে রাজত্ব করে এই রাজ্যের দলিত-সংখ্যালঘুদের নিঃস্ব করেছে । শ্রমিক আন্দোলনের নাম করে কলকারখানা বন্ধ করে দিয়েছে । শিল্প শেষ হয়ে গেছে । আর কৃষক আন্দোলনে নামে রাজ্যের .সম্ভ্রান্ত পরিবারগুলিকে শেষ করে দিয়েছে সিপিএম । আমরা অনেক আশা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছিলাম তিনি প্রথমে মুসলিম প্রেমিক হয়ে ইমাম-মোয়াজ্জেন ভাতা চালু করে দিলেন । তিনি প্রতিশ্রূতি দিলেন ১০ হাজার মাদ্রাসাকে অনুমোদন দেওয়া হবে। কিন্ত মাত্র ২৩৪টি মাদ্রাসা অনুমোদন দিয়েই তিনি ক্লান্ত ।শুধু তাই নয়, হুগলী মাদ্রাসার মত ২০০ বছরের প্রাচীন মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে মমতার সরকার।এখন আর মাননীয় মুখ্যমন্ত্রী মুসলমানদের কথা বলছেন না। তিনি ভয় পেয়েছেন। তাই জোর করে পঞ্চায়েত দখল করেছেন । আমরা আগামী দিনে এমন এক মুখ্যমন্ত্রী দেখতে চাই যিনি বিশেষ কোন ধর্মীয় সম্প্রদায়ের স্বার্থে কাজ করবে না । তিনি হবেন একজন আদর্শবান নিরপেক্ষ মুখ্যমন্ত্রী । যাঁর চোখে থাকবে প্রতিশ্রুতি নয় কাজ করার অঙ্গিকার।

Advertisement

তরুণ মুসলিম নেতা ইমতিয়াজ আহমেদ মোল্লা এদিন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমন করে বলেন, অসমের মতো এখানেও নাকি এনআরসি করে মুসলিমদেরকে বিতাড়িত করার হুমকি দিচ্ছে কোন কোন রাজনৈতিক নেতা। তাঁদের মনে রাখতে হবে এদেশে প্রতিটি মাটির সঙ্গে আমাদের সম্পর্ক,খুব সহজে আমাদের বিরুদ্ধে কিছু করা সম্ভব হবে না। দিলীপ ঘোষেরা যে ভাষা বোঝে সেই ভাষায় আমরা উত্তর দিতে জানি বলে ইমতিয়াজ আহমেদ মোল্লা মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আজ থেকে আমাদের পথ চলা শুরু হল, জানুয়ারী মাসে রাণী রাসমনিতে সভা, তারপরই নতুন কর্মসূচির মাধ্যমে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব । এদিন ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি ছাড়াও নিউ ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ও প্রাক্তন আইপিএস ড. নজরুল ইসলামের মূল নিবাসী পার্টি অফ ইন্ডিয়া এই তিনটি রাজনৈতিক দল যৌথভাবে মৌলালী যুব কেন্দ্রে এই কনভেনশনের আয়োজন করে।


শেয়ার করুন
  • 50
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 1 =