কলকাতা 

‘‘প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে। এটা তো সম্পূর্ন জালিয়াতি’’ এসএসসির চাকরি বাতিল মামলায় মন্তব্য দেশের প্রধান বিচারপতির

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষা কর্মীর চাকরি বাতিল হওয়ার নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। প্রধান বিচারপতির এজ্লাসে আজ এই মামলার প্রথম শুনানির অনুষ্ঠিত হয়। কলকাতা হাইকোর্টের রায় পর্যালোচনা করার পর প্রধান বিচারপতি নিজেই বলে ওঠেন ‘‘প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে। এটা তো সম্পূর্ন জালিয়াতি।’’

সুপার নিউমেরিক পোস্ট তৈরির ঘটনা নিয়ে তীব্র আপত্তি জানান প্রধান বিচারপতি। তবে রাজ্যের আইনজীবীর আবেদনে সারাদিন সিবিআই তদন্তের উপরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবীর দাবি ছিল লোকসভা নির্বাচন চলছে এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তাতে যে কোন সময় মন্ত্রিসভার সব সদস্য গ্রেফতার হতে পারেন। রাজ্যের আইনজীবীর এই যুক্তি শোনার পরে প্রধান বিচারপতি সিবিআই তদন্তের উপরে স্থগিতাদেশ দেন।

Advertisement

কলকাতা হাই কোর্ট তাদের রায়ে জানিয়েছিল, মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই। সেই রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী শীর্ষ আদালতে সওয়াল করেন, এই সময় নির্বাচন চলছে। এখন সিবিআই তদন্ত করলে তো পুরো মন্ত্রিসভা জেলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন নির্দেশ দিয়েছে হাই কোর্ট, যা কার্যকর করা সম্ভব নয়। ওই রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক। তার পরেই সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।

এছাড়া আর কোন বিষয়ের উপরে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। এসএসসির আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতে প্রশ্ন তোলেন, “৮ হাজার জনের নিয়োগ বেআইনি ভাবে হলেও ২৩ হাজার চাকরি কেন বাতিল করা হল?’’ পাল্টা প্রধান বিচারপতির প্রশ্ন, ‘‘বেআইনি ভাবে নিয়োগ হয়েছে, এমন অভিযোগ জানার পরেও কী ভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা? কেন সুপার নিউমেরিক পোস্ট (বাড়তি পদ) তৈরি করা হল?’’

Advertisement :

শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে। এটা তো সম্পূর্ণ জালিয়াতি।’’ মামলাটি শুনানি হচ্ছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ