দেশ 

ইন্দোরে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন কংগ্রেস প্রার্থী ! যোগ দিতে পারেন বিজেপিতে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গুজরাটের সুরাটের পর এবার মধ্যপ্রদেশের ইন্দোরে কংগ্রেস প্রার্থী নির্বাচনের লড়াই থেকে সরে গেল। সুরাটে বাতিল হয়েছিল কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র তবে ইন্দোরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিল কংগ্রেস প্রার্থী। কেন এই ধরনের কাজ হচ্ছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়? তাহলে কি মোদি জামানায় যে বলা হচ্ছে নির্বাচন আর হবে না সে পথেই কি এগিয়ে যাচ্ছে বিজেপি? নিজেদের পার্সেপশন তৈরি করার লক্ষ্যে যে কাজটি বিজেপি করছে তা নিঃসন্দেহে গণতন্ত্রের কাছে লজ্জাজনক ঘটনা হিসেবে চিহ্নিত হবে।!

পশ্চিম বাংলার পঞ্চায়েত নির্বাচন কিংবা পুরসভা নির্বাচনে যে ধরনের প্রক্রিয়া চলে থাকে ঠিক একই ধরনের প্রক্রিয়া চলছে লোকসভার মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে। নাহলে সুরাটে মনোনয়নপত্র বাতিল করে দিল নির্বাচন কমিশন বা ওই এলাকার যিনি জেলাশাসক বা নির্বাচনী আধিকারিক। অন্যদিকে এতদিন ধরে মনোনয়নপত্র জমা দিলেন প্রচার করলেন মানুষের কাছে গেলেন ভোট চাইলেন হঠাৎ করতে ১৩ই মে ভোটের আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কেন প্রত্যাহার করল তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে!

Advertisement

প্রশ্ন উঠেছে এইভাবে কি বিরোধীদের শেষ করে দিতে চাইছে বিজেপি? সবচেয়ে আশ্চর্য লেগেছে ঘটনাটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে এ কথা জানিয়েছেন বিজেপি নেতা বিজয়ী কৈলাস বর্গীয়। এই ঘটনা যদি পশ্চিমবাংলা কিংবা কর্নাটকে হতো তাহলে এই বিজেপি গণতন্ত্র নেই বলে চিৎকার করতে শুরু করে দিত আজ মনোনয়নপত্র প্রত্যাহার কে নিয়ে সাফাই গাওয়া হচ্ছে। আর কংগ্রেস প্রার্থীকে বিজেপিতে স্বাগত বলে পোস্টে দাবি করেছেন বিজয় কৈলাস বর্গীয়।

এক্স হ্যান্ডলে পোস্ট করে কৈলাস লিখেছেন, ‘‘কংগ্রেসের ইন্দোরের প্রার্থী অক্ষয়কান্তি বাম্বকে বিজেপিতে স্বাগত।’’ যদিও তিনি কেন মনোনয়ন প্রত্যাহার করেছেন, তা নিয়ে অক্ষয়কান্তির কোনও মন্তব্য জানা যায়নি।

Advertisement:

কয়েক দিন আগেই গুজরাতের সুরাত লোকসভা কেন্দ্রেও ধাক্কা খেয়েছিল কংগ্রেস। দক্ষিণ গুজরাতের ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভনির মনোনয়ন বাতিল হয়েছিল। পরে ওই আসনের বাকি আট বিরোধী প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যের সুরাত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়ে গিয়েছে বিজেপি প্রার্থী মুকেশ দালালের।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ