কলকাতা 

Cash for Query Case : মহুয়ার পাশে নেই দল ইঙ্গিত কুনালের, সব রকম তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত জানালেন মহুয়া

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অর্থ ও উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র এ নিয়ে দেশ জুড়ে যখন বিতর্ক চরমে উঠেছে তখন নীরব রয়েছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের একাধিক নেতা নেত্রী এমনকি প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী সরাসরি মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন।

দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কয়েকদিন আগে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য দিগ্বিজয় সিংহও মহুয়া মৈত্যের পাশে দাঁড়িয়ে ছিলেন। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস কোন পথে যাবে কেনই বা বিগত কয়েকদিন ধরে চলা এই বিতর্কের মাঝে তৃণমূলের কোন বড় নেতা প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করছেন না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছিল।

Advertisement

আজ শুক্রবার মহাষষ্ঠীর দিনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ জানিয়ে দিয়েছেন এ নিয়ে দলের কোন বিশেষ বক্তব্য নেই।দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘মহুয়ার বিষয়ে তৃণমূলের কোনও বক্তব্য নেই। দল এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাবে না।’’

দুর্গাপুজোর উদ্বোধন উপলক্ষে গত কয়েক দিন বারবারই ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রেখেছেন তিনি। তবে একটি বারের জন্যও মহুয়া প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কোনও মন্তব্য করেননি। এতেই স্পষ্ট হয়ে গিয়েছিল, মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তৃণমূল দূরত্ব বজায় রাখার পথই নিচ্ছে। তবে এ বার স্পষ্ট করেই কুণাল তা জানিয়ে দিলেন।

প্রথম থেকেই দল যে পাশে থাকবে না, সেটা বুঝে মহুয়া নিজের লড়াই হিসাবেই নিয়েছেন বিষয়টিকে। এ বার প্রকাশ্যে এসে গেল যে, মহুয়ার পাশে নেই দল। শুক্রবারও মহুয়া নিজের থেকেই জানিয়ে দিয়েছেন, সিবিআই তলব করলে তিনি যেতে রাজি। ইতিমধ্যেই এই অভিযোগ খতিয়ে দেখতে লোকসভার স্পিকার ওম বিড়লা এথিক্স কমিটিকে নির্দেশ দিয়েছেন। শুক্রবার মহুয়া জানিয়েছেন, এথিক্স কমিটি ডাকলে তিনি সাড়া দেবেন।

এদিকে মহুয়া মৈত্র শুক্রবার জানিয়ে দিয়েছেন তিনি সব রকম তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। সিবিআই ডাকলে তিনি যেমন যাবেন একই সঙ্গে এথিক্স কমিটির মুখোমুখি হবেন। তদন্তের মুখোমুখি হতে তিনি ভয় পান না বলে, আজ স্পষ্ট করে দিয়েছেন অন্যদিকে এখন তিনি পুজো কাটাচ্ছেন এর বাইরে বিশেষ কোনো কথা আর বলবেন না বলে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন মহুয়া মৈত্র।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ