দেশ 

Madhya Pradesh Election 2023 : মধ্যপ্রদেশের জনতা মোদী নয়, রাহুল-প্রিয়াঙ্কাকেই চাইছে, বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে কংগ্রেস বলছে সমীক্ষা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আর মাত্র কয়েক মাস পরেই অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন।মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়,তেলেঙ্গানা এবং মিজোরাম – এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে লোকসভা নির্বাচনে কোন দল বা জোট জয়ী হবে । তাই এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই ৫ রাজ্যের ভোটের কী হতে পারে , মানুষ কী ভাবছে ? তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সমীক্ষক সংস্থা জনমত সমীক্ষা করতে শুরু করে দিয়েছে । এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি মোদী ঘনিষ্ঠ গদি মিডিয়াও । ইতিমধ্যে বেশ কয়েকটি সমীক্ষায় কংগ্রেস এগিয়ে রাখা হয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে । তেলেঙ্গানাতেও কংগ্রেস রীতিমতো লড়াই করবে বলে ওই সমীক্ষক সংস্থার দাবি । অনেকে আবার মনে করছে তেলেঙ্গানার বর্তমান শাসক টিআরএস দল হেরে যেতে পারে, ক্ষমতায় আসতে পারে কংগ্রেস । গুরুত্বের দিক থেকে এই চারটি রাজ্য অবশ্যই আগামী লোকসভা নির্বাচনের ফলাফলকে অনেকটাই প্রভাবিত করতে পারে ।

এদিকে গেরুয়া শিবির ঘনিষ্ঠ বলে পরিচিত  ইন্ডিয়া টিভি ও টাইমস নাও মধ্যপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনে জনতা কাকে সমর্থন করবে তা নিয়ে সমীক্ষা করেছে । এই জনমত সমীক্ষা যে অনেকটাই বিজেপির পক্ষে করার চেষ্টা করা হয়েছে তা সমীক্ষক সংস্থার প্রশ্নগুলিকে যাচাই করলে স্পষ্ট হবে । তবু দেখা যাচ্ছে এই সংস্থার পক্ষ থেকে জনমত সমীক্ষার যে রিপোর্ট  সামনে এসেছে তাতে মধ্যপ্রদেশে কমলনাথের নেতৃত্বে সরকার গড়তে চলেছে কংগ্রেস । উল্লেখ্য, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনেও ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভায় ১০৯টি আসন পেয়ে কংগ্রেস সরকার গড়ে ছিল । কিন্ত দলের নেতা  জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাঁর অনুগামী বিধায়কদের নিয়ে বিজেপিতে যোগদান করেন এবং শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী হন। ফলে কমলনাথ সরকারের পতন হয়।

Advertisement

কিন্ত এখন সেই রাজ্যে সাধারণ মানুষ কংগ্রেসকেই সমর্থন করতে চলেছে বলে ইন্ডিয়া টিভি ও টাইমস নাও সমীক্ষায় দাবি করেছে । এই সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশে বিজেপি ১০২ থেকে ১১০ টি আসন পেতে পারে। যেখানে কংগ্রেস ১১৮ থেকে ১২৮ টি আসন পেতে পারে। অন্যরা সর্বোচ্চ ২ টি আসন পেতে পারে। অন্যদিকে টাইমস নাওয়ের জনমত সমীক্ষা অনুসারে মধ্য প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে উভয় দলই ৪২ শতাংশ করে ভোট পেতে পারে।

সমীক্ষায় বলা হয়েছে, কংগ্রেস ৪৩.৮০ শতাংশ ভোটের নিরিখে ২৩০ আসনের বিধানসভায় ১১৮ থেকে ১২৮ টি আসন পেতে পারে। অন্যদিকে বিজেপি ১০২ থেকে ১১০ টি আসন পেতে পারে।
এদিকে, অবশ্য কংগ্রেস দাবি করেছে তারা ১৫০ আসন জিতে মধ্যপ্রদেশে সরকার গড়বে । এটা ঠিক যে মধ্যপ্রদেশে এবার কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ