কলকাতা 

TMC Dharna at Delhi : অনুমতি চেয়ে পায়নি তৃণমূল, সেই যন্তর-মন্তরেই ধর্ণায় বসার অনুমতি পেল বাংলার বঞ্চিত চাকরি প্রার্থীরা! কেন ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  অনুমতি চেয়েছিল তৃণমূল । কিন্ত যন্তর মন্তরে ধর্নায় বসার অনুমতি দেওয়া হলো রাজ্যের বঞ্চিত প্রাথমিক শিক্ষকের চাকরি প্রার্থীরা । আজ সোমবার গান্ধী জয়ন্তীর দিন থেকে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসলেন রাজ্যের চাকরি প্রার্থীরা । আর এ নিয়ে শুরু হয়েছে তৃণমুল বনাম বিজেপির কাজিয়া । তৃণমূলের অভিযোগ তাদের অনুমতি না দিয়ে চাকরি প্রার্থীদের অনুমতি দিয়ে দিল্লি পুলিশ পক্ষপাতিত্ব করছে ।

সোম এবং মঙ্গলবার দিল্লিতে ‘কেন্দ্রীয় বঞ্চনা’র অভিযোগে প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের। এই কর্মসূচিকে ঘিরে ‘অতিসক্রিয়’ হয়ে উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুলিশ বলে অভিযোগ তুলেছে তৃণমূল। ‘অতি সক্রিয়’ হয়েই তৃণমূলকে যন্তরমন্তরে দিল্লি পুলিশ ধর্নায় বসতে দেয়নি বলে দাবি তৃণমূলের। যদিও রাজ্যের প্রাথমিক চাকরিপ্রার্থীদের সেই অনুমতি দেওয়া হয়েছে। আর তা নিয়েই প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, রাজ্যের বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য দিল্লির যন্তর-মন্তরে ধর্নায় বসতে চেয়ে দিল্লি পুলিশের আবেদন করেছিল, একইদিনে তৃণমূলও আবেদন করে । কিন্ত তৃণমূলকে অনুমতি না দিয়ে চাকরি প্রার্থীদের অনুমতি দেওয়া হয়েছে । এতেই বিজেপির রাজনীতির অভিযোগ করছে তৃণমূল । কারণ দিল্লিতে আপ সরকার ক্ষমতায় থাকলেও স্বরাষ্ট্র দফতর অর্থাৎ পুলিশকে নিয়ন্ত্রণ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ