কলকাতা 

রাজ্য সরকার পরিচালিত বইমেলায় এবার থেকে সংখ্যালঘু দলিতদের জন্য দশ শতাংশ স্টল সংরক্ষণ থাকবে জানালেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি

শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : রাজ্য সরকার পরিচালিত সমস্ত বইমেলায় বিশ্ববাংলা লোগো এবং মুখ্যমন্ত্রীর ছবি রাখা বাধ্যতামূলক করল গ্রন্থাগার দপ্তর। একইসঙ্গে দপ্তরের পক্ষ থেকে ১০ শতাংশ স্টল সংখ্যালঘু এবং দলিত সম্প্রদায়ের মানুষের জন্য বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি বলেন, “রাজ্যে গ্রন্থাগার ও জন শিক্ষা প্রসার দপ্তরের উদ্যেগে সমস্ত বইমেলায় একই ধরনের লোগো লাগাতে হবে। একদিকে থাকবে বিশ্ববাংলার লোগো আর একদিকে থাকবে আমাদের দপ্তরের লোগো। আর মুখ্যমন্ত্রীর ছবি ছাড়া অন্য কারও ছবি থাকবে না। আগে বই বাছাই হত কলকাতায় বসে। কিন্তু এবার তা জেলায় হবে। জেলায় যে ভালো লেখক আছে তাদেরও বই মেলায় থাকবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটি বই মেলায় ১০% স্টল সংখ্যালঘু, দলিত, আদিবাসী ও উর্দু ভাষিদের জন্য থাকবে। যদি ১০০টি স্টল থাকে তবে ১০ টি স্টল সংখ্যালঘু, দলিত, নেপালি ও উর্দু ভাষীদের জন্য যা কখনও ছিল না। ছাত্র ছাত্রীদের বলব টেলিফোন মোবাইল এটা ভবিষ্যৎ গড়বে না। বই তোমাদের ভবিষ্যৎ গড়বে।”

Advertisement

কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে গ্রন্থাগার মন্ত্রী বলেন”বর্তমান অবস্থার যে ক্রাইসিস চলছে এই ক্রাইসিস ক্রিয়েটেড। তৈরি করা হচ্ছে। ভারতবর্ষের সব মানুষ হিংসা বিবাদ চায় না। আমরা যত সাবধান থাকব মেলবন্ধনের আবহ তৈরি করব, বাংলার ভবিষ্যৎ সুনিশ্চিত করব। বাংলার কৃষ্টি, বাংলার কালচার বাংলার সার্বভৌমত্ব বাংলা ভাষাভাষী মানুষের ভবিষ্যতকে সুদৃঢ় করতে গেলে একসাথে আমাদের চলতে হবে। ঐক্যবদ্ধ ভাবে আমাদের চলতে হবে।”

 

 

 


শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one + seven =