কলকাতা 

আদালতকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চেয়ে হাই কোর্টে বিকাশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বের হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাইকোর্ট এবং বিচারপতিদের নিশানা করেছেন তা নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। উল্লেখ্য ২০১৬ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে ২৫৭৫৩ জন চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দুর্নীতির অভিযোগে। এরই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারালয়কে বিজেপির বিচারালয় বলে কটাক্ষ করেন। তারই পরিপ্রেক্ষিতে আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তব বাগচী প্রধান বিচারপতিকে চিঠি লিখে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন। আজ বৃহস্পতিবার হাইকোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

তিনি বৃহস্পতিবার বলেন, ‘‘অপরাধমূলক মন্তব্য করা হচ্ছে। পদক্ষেপ করা না হলে সবাই আদালতকে দেখে হাসাহাসি করবে।’’ সেই সঙ্গে তাঁর সওয়াল, ‘‘মুখ্যমন্ত্রী বলছেন, আদালত বিক্রি হয়ে গিয়েছে। বিচারপতির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। বিচারপতিরা নিজের বিচারবুদ্ধি দিয়ে কাজ করেন। কিন্তু গোটা হাই কোর্ট বিক্রি হয়ে গিয়েছে, এমন মন্তব্য কেন? আদালতের সম্মানহানি হচ্ছে।’’

Advertisement

প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ওই বিষয়ে হলফনামা দিতে হবে। বৃহস্পতিবারই দুপুর ২টোয় শুনানি হবে বিকাশের আবেদনের। প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি নিয়োগ বাতিলের রায়কে ‘বেআইনি’ চিহ্নিত করে তাকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়ায় বাতিল হয়েছে শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ