কলকাতা 

মমতার ডাকা ব্রিগেড সমাবেশে থাকতে পারেন সোনিয়া , ১০ ডিসেম্বর বিজেপি বিরোধী জোটের সভায় উপস্থিত থাকবেন মমতা

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি :তৃণমূল কংগ্রেসের ডাকা  ১৯ জানুয়ারির ব্রিগেড সভায় আসতে পারেন সোনিয়া গান্ধি। মমতা বন্দ্যোপাধ্যায় দেশজুড়ে বিজেপি বিরোধী জোটের যে ডাক দিয়েছেন সেই ডাকের অংশ হিসেবে ১৯ জানুয়ারি ব্রিগেড সভা ডাকা হয়েছে । এই সভাতে দেশের সব বিজেপি বিরোধী নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে । সূত্রের খবর, সেই ডাকে সাড়া দিয়ে সভায় আসবেন সোনিয়া গান্ধি। পাশাপাশি উপস্থিত থাকতে পারেন বিরোধী দলের বেশ কয়েকজন নেতা।

তৃণমূল সূত্রে খবর, সোনিয়া ছাড়াও ব্রিগেডে তৃণমূলের সভায় উপস্থিত থাকার ব্যাপারে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও তাঁর পিতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, তামিলনাড়ুর ডিএমকে নেতা এম কে স্ট্যালিন, এনসিপি প্রধান শারদ পাওয়ার, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, অরবিন্দ কেজরিওয়াল, বিজেপি-র বিক্ষুব্ধ সাংসদ শত্রুঘ্ন সিনহা ও দুই প্রাক্তন বিজেপি নেতা অরুণ শৌরি ও যশবন্ত সিংহ।

Advertisement

বিশেষ সূত্রে জানা গেছে ,১০ ডিসেম্বর দিল্লিতে বিরোধী দলগুলিকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন মমতা ব্যানার্জি। ১১ ডিসেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। সেদিনই ৫ রাজ্যের নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসবে। ওই সময় মুখ্যমন্ত্রীর দিল্লি সফর ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। ধরে নেওয়া হচ্ছে সেদিনই তৈরি হতে পারে ২০১৯–‌এর লোকসভা নির্বাচনের কৌশলের প্রাথমিক রূপরেখা।

এবার দিল্লি সফরে গিয়ে আরও কয়েকজন নেতার সঙ্গে কথা বলতে পারেন মমতা। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল আয়োজিত এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, পাঁচ রাজ্যের ভোটের ফল বেরোনোর পরেই বেজে উঠবে লোকসভার ভোটের প্রচারের দামামা।


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − seven =