কলকাতা 

অনাহারে মারা যায়নি জঙ্গলমহলের সাত শবর বিধানসভায় দাবি মুখ্যমন্ত্রীর, মানতে নারাজ বিরোধীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : জঙ্গলমহলের ঝাড়গ্রামের পূর্নাপানি গ্রামে সম্প্রতি যে শবররা মারা গিয়েছেন তার মধ্যে দু’জন বার্ধক্যজনিত এবং বাকি পাঁচ জন বিভিন্ন রোগে মারা গিয়েছেন বলে রাজ্য সরকার জানিয়েছে। আজ বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের তরফে বিরোধী দলনেতা আব্দুল মান্নান এই নিয়ে একটি দৃষ্টি আকর্ষনী প্রস্তাব উত্থাপন করে তারা অনাহারে মারা গিয়েছেন বলে অভিযোগ করলে  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই অভিযোগ অস্বীকার করে তার জবাবে বলেন, অনাহারে এই রাজ্যে একজনও মারা যাননি।

সরকারের তরফে তাদের জন্যে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। রাজ্যের চা বাগানগুলিতে সরকার  নিয়মিত চাল-গম মিলিয়ে পরিবারপিছু ৩৫ কেজি, জঙ্গলমহলে এগারো কেজি এবং সুন্দরবনে আয়লা বিধ্বস্ত এলাকায় ১৬ কেজি করে খাদ্য সামগ্রী ও বিভিন্ন অনুদান দিচ্ছে বলেও মুখ্যমন্ত্রী দাবি করেন। বিরোধী বামফ্রন্ট ও কংগ্রেস সদস্যরা মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ করে সভায় বিক্ষোভ দেখাতে থাকেন।

Advertisement

পরে তারা সভা থেকে অয়াকআউট করে। এক যৌথ সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, অধ্যক্ষের এই অগনতান্ত্রিক ও অসংসদীয় আচরনের জন্যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তারা বিধানসভা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 3 =