দেশ 

গণবন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে রেশন দোকানে ইপিওএস যন্ত্র বসাচ্ছে কেন্দ্র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : গনবন্টন ব্যবস্থায় দূর্নীতি বন্ধ করে স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রায় সাড়ে তিনশো রেশন দোকানে ইলেক্ট্রনিক্স পয়েন্ট অফ সেলস ইপিওএস যন্ত্র বসানোর সিদ্ধান্ত নিয়েছে। পাইলট প্রজেক্ট হিসাবে এর প্রথম ধাপে আগামী মাস থেকে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হুগলি ও উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু রেশন দোকানে এই যন্ত্র বসানো হবে বলে জানা গিয়েছে।
এজন্যে একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আধার কার্ডের নম্বরের সঙ্গে সংযুক্ত রয়েছে এমন রেশন গ্রাহকদের ডিজিটাল রেশন কার্ড এই যন্ত্রে সোয়াইপ করে রেশন দেওয়া হবে। ফলে একজন ডিলার মাসে কত পরিমান খাদ্যশস্য বন্টন করলেন তা সহজেই জানা যাবে। এজন্যে রেশন ডিলার ও কর্মীদের প্রশিক্ষন দেওয়ার কাজ শুরু হয়েছে।
পরবর্তী ধাপে কেন্দ্রীয় সরকার আগামী বছরে রাজ্যের একুশ হাজার রেশন দোকানে এই যন্ত্র বসানোর পরিকল্পনা করেছে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine − 2 =