কলকাতা 

মুকুল রায়ের ভবিষ্যত বাণী আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২০টির বেশি আসন পাবে না , ১৫০ জন তৃণমূল বিধায়ক যেকোন দিন ডিগবাজি খেতে পারে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্য থেকে এবার তৃণমূল কংগ্রেস মাত্র ৮ থেকে দশটি আসন পাবে বলে বিজেপি নেতা তথা তৃণমূলের প্রাক্তণ সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেছেন । তিনি আরও বলেছেন , এরাজ্য থেকে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ২২টিরও বেশি আসন পাবে । অবশ্য সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কখনই ২০ বেশি হবে না । মুকুল এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতি চাঞ্চল্য দেখা দিয়েছে ।
পুরুলিয়ার সভায় ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় ও ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। তৃণমূল সরকারের এটাই শেষ টার্ম বলেও ঘোষণা করেছেন মুকুল।

একইসঙ্গে পুলিশ প্রশাসন রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন এই বিজেপি নেতা। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সমীক্ষায় উঠে এসেছে আগামী লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস ৪২টি আসনের মধ্যে ৩২টি পাবে। বিজেপি পাবে ৯টি আসন ও ১টি পাবে কংগ্রেস। বামেরা কোনও আসন জিতবে না। এখন দেখার মুকুলের ভবিষ্যদ্বাণী কতদূর মেলে। অন্যদিকে সোস্যাল মিডিয়ায় এক সাক্ষাৎকারে মুকুল রায় দাবি করেছেন , তৃণমূলের ১৫০ জন বিধায়ক যেকোনো দিন ডিগবাজি খেতে পারে ।

Advertisement

উল্লেখ্য , মুকুল রায় এমন একজন রাজনীতিবিদ যিনি এ পর্যন্ত নির্বাচনে ফলাফল নিয়ে যা মন্তব্য করেছেন তা প্রায় সবটাই মিলে গিয়েছে । এখন দেখার আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে তাঁর আগাম ভবিষ্যৎ বানী মিলে কি না ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × four =