দেশ 

Gujarat and Himachal Pradesh Assembly Election 2022:গুজরাটে রেকর্ড আসন পেয়ে ক্ষমতায় ফিরলে বিজেপি, হিমাচল দখল করল কংগ্রেস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব রেকর্ড করলেন। একটানা ২৭ বছর ক্ষমতায় থাকার পরও গুজরাট বিধানসভা নির্বাচনের ফল বলছে বিজেপি সরকারের বিরুদ্ধে জনগন কোনো ভাবে অসন্তুষ্ট নয়। পুরোপুরি সফল নরেন্দ্র মোদি তিনি ২০২৪ এর লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসছেনা তার গুজরাট নির্বাচনের ফল পরিষ্কার বলে দিল।

১৮২ আসনের গুজরাট বিধানসভা ১৫৬টি আসন পেয়ে সব রেকর্ড ভেঙ্গে দিলেন। কংগ্রেস কোনরকম সংখ্যাটি দুই অংকে পৌঁছাতে পেরেছি মাত্র ১৭ টি আসন পেয়েছে। অথচ ২০১৭ বিধানসভা নির্বাচনে কংগ্রেস রীতিমতো বিজেপিকে টক্কর দিয়েছিল। গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল আক্ষরিক অর্থে নরেন্দ্র মোদি ও অমিত শাহের জয় হিসেবে চিহ্নিত হবে।

Advertisement

অন্যদিকে, নেতৃত্বহীন কংগ্রেস হিমাচল প্রদেশে খুব ভালো ফল করেছে। হিমাচল প্রদেশের মোট বিধানসভার আসন ৬৮ টি কংগ্রেস পেয়েছে ৩৯টি, বিজেপি ২৬, অন্যরা তিনটি। হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের মৃত্যুর পর কংগ্রেস কার্যত হিমাচলে অভিভাবক শূন্য হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে।

যাইহোক দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল কারোরই খুব বেশি অসন্তুষ্ট হওয়ার জায়গা। গুজরাট যেমন বিজেপি ধরে রাখতে পেরেছে একইভাবে হিমাচল প্রদেশে বিজেপি হেরে গেছে। ক্ষমতা হারিয়েছে। গুজরাটে মোদী ম্যাজিক যেমন কাজ করেছে একইভাবে হিমাচল প্রদেশে মোদি ম্যাজিক ফেল করেছে। তবে এই কথা স্বীকার করতে হবে হিমাচল প্রদেশের জয়ের পেছনে প্রিয়াঙ্কা গান্ধীর অবদানকে কোনোভাবেই খাটো করা যাবেনা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ