কলকাতা 

Calcutta High Court: নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তি হচ্ছে তা দমন করতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিক রাজ্য, নির্দেশ হাইকোর্টের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্য করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তি হচ্ছে তা দমন করতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে রাজ্য বলে আজ হাইকোর্ট জানিয়েছে।

বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে গত কয়েক দিন বাংলার বিভিন্ন প্রান্তে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে অশান্ত এলাকায় সেনা নামানোর আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়। ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, রাজ্য যদি মনে করে পরিস্থিতি ‘হাতের বাইরে’ চলে যাচ্ছে, তা হলে তারা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে। আগামী দু’দিনের মধ্যে পুরো ঘটনায় রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করেছে হাই কোর্ট। আগামী ১৫ জুন এই মামলার পরবর্তী শুনানি।

Advertisement

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, অশান্তির ঘটনায় ২১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের প্রসঙ্গ উত্থাপন করেন মামলাকারীদের আইনজীবী। সে সময় পরিস্থিতি সামলাতে সেনা নামানো হয়েছিল, এ কথা উল্লেখ করা হয়।

উল্লেখ্য, নূপুরের ঘৃণাভাষণের প্রতিবাদে গত কয়েক দিন ধরে বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তির খবর মিলেছে। হাওড়ার ধুলাগড়, অঙ্কুরহাটি, পাঁচলা, উলুবেড়িয়ায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। যার জেরে হাওড়ায় ইন্টারনেট পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নবান্ন। মুর্শিদাবাদের বেলডাঙাতেও উত্তেজনা ছড়ায়। সেখানেও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ