কলকাতা 

Primary Teacher Recruitment Scam : প্রাথমিকে শিক্ষক নিয়োগেও সিবিআই তদন্ত, তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যকে সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আবার সিবিআই। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের অনিয়মের মামলাতে সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআইয়ের কলকাতার সদর দপ্তর নিজাম প্যালেস এই প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সিবিআইকে বিচারপতি এ-ও বলেন, মানিক তদন্তে সহযোগিতা না করলে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

সভাপতি ছাড়াও সংসদের সম্পাদক রত্না চক্রবর্তী বাগচিকে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এরই পাশাপাশি, যে ২৬৯ জনের বিরুদ্ধে বেনিয়মে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তাঁদের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতির কড়া নির্দেশ, ওই ২৬৯ জন প্রাথমিক শিক্ষক মঙ্গলবার থেকে আর স্কুলে ঢুকতে পারবেন না।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ