দেশ 

Pegasus Spyware : প্রখ্যাত মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের পর পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়ের, তদন্তের নির্দেশ দিতে আর্জি শীর্ষ আদালতে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পেগাসাস নিয়ে আমেরিকার প্রখ্যাত সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত সংবাদটি ঘিরে নতুন করে মামলা দায়ের হল শীর্ষ আদালতে। জনস্বার্থে এই মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে বলা হয়েছে নিউইয়র্ক টাইমস সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে শীর্ষ আদালত কে ২০১৭ সালে ইসরাইলের সঙ্গে ভারতের যে প্রতিরক্ষা চুক্তি হয়েছিল তা খতিয়ে দেখতে অনুরোধ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা ওই আবেদনে বলা হয়েছে শীর্ষ আদালত যেন সংশ্লিষ্ট আধিকারিক এবং দফতরের বিরুদ্ধে এফআইআর করা অনুমতি দেয়। সেই সঙ্গে এ বিষয়ে একটি তদন্ত শুরু করার নির্দেশ দিক আদালত।

Advertisement

আবেদনে এই সংবাদপত্রের রিপোর্টের কথা উল্লেখ করে বলা হয়েছে। ইসরাইলের সঙ্গে ২০০ কোটি আমেরিকান ডলারের যে প্রতিরক্ষা চুক্তি হয়েছিল তার মধ্যেই পেগাসাস স্পাইওয়্য়ারের কেনার বিষয়টি ছিল। ইসরায়েলি সংস্থা এনএসও এই নজরদারির এই সাইবার অস্ত্র প্রায় এক দশক ধরে বিক্রি করছে। তাদের দাবি, তারা যা করতে পারে কোনও বেসরকারি সংস্থা, কোনো সরকারি নিরাপত্তা বিভাগের তা করার ক্ষমতা নেই। যে কোনও ধরনের ফোনের এনক্রিপ্টেড মেসেজ ছবি ভিডিয়ো তারা তুলে আনতে পারে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ